সেই ঘোষণা মতো আজ সকালেই খুলে যায় স্কটিশ চার্চ, লা মার্টিনিয়ারের মতো স্কুলগুিল৷ স্কটিশ চার্চ স্কুলে আজ সকালেই চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়৷ সকাল ৬.২০ মিনিটে শুরু হয় ক্লাস৷ প্রথম দিন তিনটি পিরিয়ড হয়৷ তথ্য এবং ছবি- শঙ্কু সাঁতরা ও সাহ্নিক ঘোষ