Central Government কর্মচারী, দারুণ সুখবর প্রতি মাসের salary এক ধাক্কায় বাড়ল ৪৫০০ টাকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Central Government -র কর্মী, আপনার জন্য সকাল সকাল বড় সুখবর...
কেন্দ্র সরকার মহার্ঘ্য ভাতা (Dearness Allowance), মহার্ঘ্য ছাড় (Dearness Relief) দেওয়ার পর আরও একটা দারুণ সুখবর দিলেন কর্মচারীদের (Government Employees) জন্য৷ আসলে লক্ষ লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী কোভিড পরিস্থিতিতে সন্তানদের শিক্ষার জন্য বরাদ্দ ভাতা (CEA) ক্লেম করতে পারেননি৷ এবার এই বিষয়ের জন্য আলাদা কোনও স্লিপ বা রসিদ জমা দিতে হবে নাষ সপ্তম পে কমিশন অনুযায়ি তাঁরা শিশু শিক্ষার জন্য ২.২৫০ টাকা এডুকেশন অ্যালায়েন্স পাবেন৷ Photo- Representative
advertisement
কোভিড ১৯ লকডাউনের কারণে প্রচুর সংখ্যক সরকারি কর্মচারী এডুকেশন অ্যালায়েন্স ক্লেম করতে পারেননি৷ কেন্দ্র সরকার এই ক্লেম করার জন্য বড় স্বস্তি দিল৷ ২৫ লক্ষ কর্মচারি নিজেরাই নিজেদের ক্লেমকে সার্টিফাই করতে পারবেন৷ DoPT এবার অফিস মেমোরেন্ডাম জারি করে কেন্দ্রীয় কর্মীদের এই ভালো খবর দিয়েছে৷ অফিস মেমোরেন্ডামে বলা হয়েছে এই মামলাটি নিয়ে ভাবনা চিন্তা করার পর প্যারা ২বিতে ছাড় দিয়ে সেলফ সার্টিফিকেশনের অনুমতি দিয়েছে৷ এটা অ্যাকাডেমিক সেশন মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১ অবধি হবে৷ Photo- Representative
advertisement
advertisement
কেন্দ্র সরকারি কর্মচারীদের ২ টি শিশুর জন্য এই খরচ পাওয়া যায়৷ প্রতি বাচ্চার হিসেবে ২,২৫০ টাকা করে পাওয়া যাবে৷ সহজ শব্দে দুটি বাচ্চা থাকলে সরকারি কর্মী প্রতি মাসে অতিরিক্ত ৪,৫০০ টাকা করে বেতন পাবেন৷ যদি সরকারি কর্মচারীরা এখনও ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য টাকা ক্লেম না করে থাকেন তাহলে এখন তা ক্লেম করে ৪৫০০ টাকা করে প্রতি মাসে টাকা পাবেন৷ Photo- Representative