Success Story: জয়েন্টে প্রথম, আইআইটি বম্বে-তে পড়াশোনা, এখন কী করছেন প্রণব গোয়েল?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
JEE IIT Success Story: চণ্ডীগড়ের বাসিন্দা প্রণব গোয়েল। মেধাবী ছাত্র। আইআইটি-তে ভর্তির জন্য কঠোর পরিশ্রমই ছিল তাঁর হাতিয়ার। মানসিক চাপ কাটাতে পৌরাণিক উপন্যাস পড়তেন। মাঝে মধ্যে দেখতেন সিনেমাও।
আইআইটি থেকে যাঁরা ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখেন, তাঁরা নবম-দশম শ্রেণী থেকেই প্রস্তুতি শুরু করে দেন। কারণ জেইই মেইন এবং অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাহলে আইআইটি-তে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। চণ্ডীগড়ের বাসিন্দা প্রণব গোয়েল (Pranav Goyal)। মেধাবী ছাত্র। আইআইটি-তে ভর্তির জন্য কঠোর পরিশ্রমই ছিল তাঁর হাতিয়ার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মানসিক চাপ দূর করতে পৌরাণিক উপন্যাস: প্রণব বলেন, “বাবা-মা এবং শিক্ষকরা সবসময় আমার পাশে ছিলেন। আমার প্রতিটা পদক্ষেপে সমর্থন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন।’’ মানসিক চাপ কাটাতে পৌরাণিক উপন্যাস পড়তেন বলে জানিয়েছেন প্রণব। মাঝে মধ্যে সিনেমাও দেখতেন। তাঁর কথায়, “টপারদের সম্পর্কে যে ধারণা রয়েছে আমি সে রকম নই। টানা পড়াশোনায় আমার খুব একটা আগ্রহ ছিল না। শুধু চেয়েছিলাম প্রয়োজনের সময় যেন শুধু পড়াশোনাতেই মন দিতে পারি।’’ Photo: Collected
advertisement