#জামশেদপুর: জীবন গোলাপ ফুলে বিছানো পথ নয়, তাতে কাঁটাও আছে৷ আর অনেকের জন্য ছোট থেকেই জীবন কাঁকর বিছানো পথ৷ ঝাড়খণ্ডের ১১ বছরের মেয়ে তুলসী যা করল তা প্রচুর মানুষের জীবন সংগ্রামে অনুপ্রেরণা হবে৷ আম বিক্রি করে নিজের অনলাইন ক্লাসের জন্য অতি প্রয়োজনীয় স্মার্টফোন নিজেই কিনল সে৷ Photo- Representative