ট্রেনের মহিলা কামরায় উঠে হস্তমৈথুন শুরু করে দিল কিশোর! ভিডিও ভাইরাল হতেই নারী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন

Last Updated:
1/7
♦ গতবছর কলকাতার রাজপথে চলন্ত বাসে কলেজ ফেরতা এক কিশোরীকে দেখে এক প্রৌঢ়ের হস্তমৈথুন করার ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা শহর ৷ শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ এরপর মুম্বইয়ের একটি এটিএম-এ এক মহিলাকে পুরুষাঙ্গ দেখানোর ভিডিও ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ এরপর সেই ভিডিও দেখে ওই ব্যক্তিকে চিহ্নিতও করে আটকও করেছিল পুলিশ ৷
♦ গতবছর কলকাতার রাজপথে চলন্ত বাসে কলেজ ফেরতা এক কিশোরীকে দেখে এক প্রৌঢ়ের হস্তমৈথুন করার ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা শহর ৷ শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ এরপর মুম্বইয়ের একটি এটিএম-এ এক মহিলাকে পুরুষাঙ্গ দেখানোর ভিডিও ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ এরপর সেই ভিডিও দেখে ওই ব্যক্তিকে চিহ্নিতও করে আটকও করেছিল পুলিশ ৷
advertisement
2/7
 ♦ আরও একবার এমন ধরনের ঘটনা ঘটল বাণিজ্য নগরীতে ৷ আর এর জেরে মহিলাদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল ৷ মুম্বই পুলিশকে ট্য়াগ করে গতকাল যে ভিডিও এক মহিলা শেয়ার করলেন তা দেখলে শিউরে উঠতে হয়। মুম্বই শহরতলির লোকাল ট্রেনে যাত্রা করছিলেন তাঁরা ৷
♦ আরও একবার এমন ধরনের ঘটনা ঘটল বাণিজ্য নগরীতে ৷ আর এর জেরে মহিলাদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল ৷ মুম্বই পুলিশকে ট্য়াগ করে গতকাল যে ভিডিও এক মহিলা শেয়ার করলেন তা দেখলে শিউরে উঠতে হয়। মুম্বই শহরতলির লোকাল ট্রেনে যাত্রা করছিলেন তাঁরা ৷
advertisement
3/7
♦ জেনারেল কামরায় নয়, গতকাল সন্ধ্যায় মহিলা কামরায় উঠেছিলেন ৷ আর মহিলা কামরাতে উঠেই এক নক্ক্যরজনক ঘটনার সম্মুখীন হতে হয় ৷
♦ জেনারেল কামরায় নয়, গতকাল সন্ধ্যায় মহিলা কামরায় উঠেছিলেন ৷ আর মহিলা কামরাতে উঠেই এক নক্ক্যরজনক ঘটনার সম্মুখীন হতে হয় ৷
advertisement
4/7
♦ গতকাল সন্ধ্য়া ৬টা নাগাদ থানেগামী লোকাল ট্রেনের এক মহিলার যাত্রীর করা ভিডিওতে দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস বগিতে উঠে কমবয়সী একটি ছেলে মহিলা কামরায় বসে প্রকাশ্যে হস্তমৈথুন করতে শুরু করে দেয় ।
♦ গতকাল সন্ধ্য়া ৬টা নাগাদ থানেগামী লোকাল ট্রেনের এক মহিলার যাত্রীর করা ভিডিওতে দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস বগিতে উঠে কমবয়সী একটি ছেলে মহিলা কামরায় বসে প্রকাশ্যে হস্তমৈথুন করতে শুরু করে দেয় ।
advertisement
5/7
♦ মহিলা যাত্রীটি তার চোখের দিকে তাকিয়ে বারণ করলেও, সে থেমে যায়নি। পরে মহিলা যাত্রীদের চিৎকার শুনে পালাতে চাইলে, এক মহিলা তাকে ধরে ফেলে রেল পুলিশের হাত দিয়ে দেয়।
♦ মহিলা যাত্রীটি তার চোখের দিকে তাকিয়ে বারণ করলেও, সে থেমে যায়নি। পরে মহিলা যাত্রীদের চিৎকার শুনে পালাতে চাইলে, এক মহিলা তাকে ধরে ফেলে রেল পুলিশের হাত দিয়ে দেয়।
advertisement
6/7
♦ পরে ওই মহিলা ট্যুইট করেন, ‘‘থানেতে লোকাল ট্রেনের লেডিস কোচে প্রথম শ্রেণীর কামরায় যাচ্ছিলাম। কিন্তু মহিলাদের নিরাপত্তা কোথায়! ছোট ছেলে বলে এড়িয়ে গেলে বিষয়টা ভুল হবে। এই ঘটনা প্রমাণ করল আসলে মহিলাদের নিরাপত্তা নেই।’’
♦ পরে ওই মহিলা ট্যুইট করেন, ‘‘থানেতে লোকাল ট্রেনের লেডিস কোচে প্রথম শ্রেণীর কামরায় যাচ্ছিলাম। কিন্তু মহিলাদের নিরাপত্তা কোথায়! ছোট ছেলে বলে এড়িয়ে গেলে বিষয়টা ভুল হবে। এই ঘটনা প্রমাণ করল আসলে মহিলাদের নিরাপত্তা নেই।’’
advertisement
7/7
♦ ওই মহিলার ট্যুইটের জবাবে মুম্বই পুলিশ জানায়, তারা রেল পুলিশকে পদক্ষেপ নিতে বলেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর মুম্বইয়ের রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে প্রথম শ্রেণীর মহিলা কামরায় যে কেউ উঠে যেতে পারছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
♦ ওই মহিলার ট্যুইটের জবাবে মুম্বই পুলিশ জানায়, তারা রেল পুলিশকে পদক্ষেপ নিতে বলেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর মুম্বইয়ের রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে প্রথম শ্রেণীর মহিলা কামরায় যে কেউ উঠে যেতে পারছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
advertisement