‘নেশা করে ছোট ভুল করে ফেলেছি’,সারারাত ধরে পড়শির কুকুরকে ধর্ষণ! ধরা পড়ে বলল ৩ যুবক

Last Updated:
1/6
♦ গত বৃহস্পতিবার পোষা কুকুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ আর তার চিন্তায় বাড়িতে বসে ছটফট করছিলেন সারমেয়টির মালকিন সন্তোষ দেবী ৷
♦ গত বৃহস্পতিবার পোষা কুকুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ আর তার চিন্তায় বাড়িতে বসে ছটফট করছিলেন সারমেয়টির মালকিন সন্তোষ দেবী ৷
advertisement
2/6
♦ সারারাত কুকুরের খোঁজ পাওয়া যায়নি ৷ সেই কারণে ভোর হতেই খোঁজাখুঁজি শুরু করে দেন তিনি ৷ আর আদরের কুকুরটির খোঁজ মেলে প্রতিবেশী দীনেশ কুমারের ঘর থেকে অচৈতন্য অবস্থায় ৷
♦ সারারাত কুকুরের খোঁজ পাওয়া যায়নি ৷ সেই কারণে ভোর হতেই খোঁজাখুঁজি শুরু করে দেন তিনি ৷ আর আদরের কুকুরটির খোঁজ মেলে প্রতিবেশী দীনেশ কুমারের ঘর থেকে অচৈতন্য অবস্থায় ৷
advertisement
3/6
♦ আর সেই সময় কুকুরটির নিম্নাঙ্গ রক্তে ভেসে যাচ্ছিল ৷ শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্নও ছিল ৷ আর তা দেখেই  বোঝা যাচ্ছিল. কুকুরটির উপর নারকীয় অত্যাচার চালানো হয়েছে ৷
♦ আর সেই সময় কুকুরটির নিম্নাঙ্গ রক্তে ভেসে যাচ্ছিল ৷ শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্নও ছিল ৷ আর তা দেখেই বোঝা যাচ্ছিল. কুকুরটির উপর নারকীয় অত্যাচার চালানো হয়েছে ৷
advertisement
4/6
♦ আসলে সারারাত ধরে পড়শি দীনেশ কুমার ও তার দুই বন্ধু সতীশ ও অশোক সারারাত ধরে ধর্ষণ করেছিল কুকুরটিকে ৷ স্থানীয় থানায় এই অভিযোগ দায়ের করেছিল কুকুরটির মালিক ৷
♦ আসলে সারারাত ধরে পড়শি দীনেশ কুমার ও তার দুই বন্ধু সতীশ ও অশোক সারারাত ধরে ধর্ষণ করেছিল কুকুরটিকে ৷ স্থানীয় থানায় এই অভিযোগ দায়ের করেছিল কুকুরটির মালিক ৷
advertisement
5/6
 ♦ আর তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ তিনজনকেই গ্রেফতার করা হয়েছে ৷ এমনকী কুকুরটির মেডিক্যাল পরীক্ষার পর ধর্ষণের প্রমাণও মিলেছে ৷
♦ আর তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ তিনজনকেই গ্রেফতার করা হয়েছে ৷ এমনকী কুকুরটির মেডিক্যাল পরীক্ষার পর ধর্ষণের প্রমাণও মিলেছে ৷
advertisement
6/6
♦ অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, ঘটনার দিন তিনজনই ছিল মদ্যপ। পুলিশ ভেবে পাচ্ছে না এই কাণ্ড তারা কীভাবে করে ফেলল!  মানসিকভাবে তারা সুস্থ কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
♦ অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, ঘটনার দিন তিনজনই ছিল মদ্যপ। পুলিশ ভেবে পাচ্ছে না এই কাণ্ড তারা কীভাবে করে ফেলল! মানসিকভাবে তারা সুস্থ কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
advertisement
advertisement