দাউ দাউ জ্বলছে জীবন্ত পথ-কুকুর, আগুন লাগিয়ে মর্মান্তিক দৃশ্য উপভোগ করল যুবক, হাড়হিম করা ভিডিও...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বচসার জেরে জীবন্ত পথ-কুকুরের গায়ে আগুন ধরিয়ে দিল এক যুবক। ঘটনা দেখে এলাকার অনেকেই কুকুরটিকে বাঁচাতে ছুটে এলে, ছুরি উঁচিয়ে তাঁদের খুনের হুমকি দেয় সেই যুবক।
advertisement
advertisement
*ঠিক কি ঘটেছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে ধীরজের সঙ্গে কুকুরটির কেয়ারটেকার ললিত মল্লিকের প্রথম বচসা বাধে। ললিত বাড়ি ফেরার পথে উদ্দেশ্যহীনভাবে রাস্তার পাশে রাখা ধীরজের বাইকে আটকানো পতাকায় হাত দেয়। আর তাতেই বেজায় চটে যায় সে। সেই সময় আচমকাই ধীরাজ আচমকাই ললিতকে থাপ্পড় মারে। প্রতীকী ছবি।
advertisement
advertisement