১৪ বছরের কিশোরীকে বারবার গণধর্ষণ! লকডাউনের সুযোগে পালিয়েছে অভিযুক্ত কাঠ মিস্ত্রিরা

Last Updated:
বহুবার ভয় দেখিয়ে ১৪ বছরের মেয়েটির শরীর ছিঁড়ে খেয়েছে ৬ পরিযায়ী শ্রমিকরা৷ তারপর লডকাউন ঘোষণা হতেই পালিয়েছে ৩জন!
1/6
▪️মোট ৬ জন শ্রমিকের কুনজর ছিল ১৪ বছরের কিশোরীর ওপর৷ উত্তরপ্রদেশের বাসিন্দা এই ৬ শ্রমিক কাজ করতে গিয়েছিল কেরলে৷ কিন্তু কাজের বদলে অপকাজ করে পালল সখান থেকে৷ লকডাউনে যখন হাজারও মানুষ পড়লেন সমস্যায়, তখন নিজেদের 'পাপ' ঢাকতে সেই লকডাউনকেই কাজে লাগল ৩ শ্রমিক৷ ধর্ষণ করে পালিয়ে এল বাড়ি!
▪️মোট ৬ জন শ্রমিকের কুনজর ছিল ১৪ বছরের কিশোরীর ওপর৷ উত্তরপ্রদেশের বাসিন্দা এই ৬ শ্রমিক কাজ করতে গিয়েছিল কেরলে৷ কিন্তু কাজের বদলে অপকাজ করে পালল সখান থেকে৷ লকডাউনে যখন হাজারও মানুষ পড়লেন সমস্যায়, তখন নিজেদের 'পাপ' ঢাকতে সেই লকডাউনকেই কাজে লাগল ৩ শ্রমিক৷ ধর্ষণ করে পালিয়ে এল বাড়ি!
advertisement
2/6
▪️কেরলের কোচির মনজেম্মলের ঘটনা৷ সেই গ্রামের বাসিন্দা ১৪ বছরের কিশোরী৷ একবার নয়, বহুবার ওই কিশোরীরে গণধর্ষণ করে এই ৬ শ্রমিক৷
▪️কেরলের কোচির মনজেম্মলের ঘটনা৷ সেই গ্রামের বাসিন্দা ১৪ বছরের কিশোরী৷ একবার নয়, বহুবার ওই কিশোরীরে গণধর্ষণ করে এই ৬ শ্রমিক৷
advertisement
3/6
▪️প্রতিবারই কিশোরীরে ভয় দেখানো হয় এবং মুখ খুললে তার চরম অবস্থা করা হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা৷ তারপরই জোর করে কিশোরীকে একে একে ধর্ষণ করতে ৬ জন৷ তবে লকডাউন ঘোষণা হতে এলাকা ছাড়ে ৩ শ্রমিক৷
▪️প্রতিবারই কিশোরীরে ভয় দেখানো হয় এবং মুখ খুললে তার চরম অবস্থা করা হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা৷ তারপরই জোর করে কিশোরীকে একে একে ধর্ষণ করতে ৬ জন৷ তবে লকডাউন ঘোষণা হতে এলাকা ছাড়ে ৩ শ্রমিক৷
advertisement
4/6
▪️অন্যদিকে স্কুলে আয়োজিত একটা কাউন্সিলিং সেশনে শেষ পর্যন্ত মুখ খোলে নির্যাতিতা৷ তার সঙ্গে ঘটে চলা ধর্ষণের খবর জানতে পারেন বাড়ির সকলে৷ পুলিশে অভিযোগ দায়ের করা হয়৷
▪️অন্যদিকে স্কুলে আয়োজিত একটা কাউন্সিলিং সেশনে শেষ পর্যন্ত মুখ খোলে নির্যাতিতা৷ তার সঙ্গে ঘটে চলা ধর্ষণের খবর জানতে পারেন বাড়ির সকলে৷ পুলিশে অভিযোগ দায়ের করা হয়৷
advertisement
5/6
▪️ঘটনায় অভিযুক্ত ৩জনকে গ্রেফতার করে পুলিশষ ৩ জন হল শাহিদ, ফরহাদ, হনিফ৷ আরও ৩ জন পালাতে পারলেও, এরা এলাকা ছাড়নি৷ তবে অন্য ৩জনকে খুঁজতে উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য চেয়েছে কেরল পুলিশ৷
▪️ঘটনায় অভিযুক্ত ৩জনকে গ্রেফতার করে পুলিশষ ৩ জন হল শাহিদ, ফরহাদ, হনিফ৷ আরও ৩ জন পালাতে পারলেও, এরা এলাকা ছাড়নি৷ তবে অন্য ৩জনকে খুঁজতে উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য চেয়েছে কেরল পুলিশ৷
advertisement
6/6
▪️প্রথমবার মার্চ মাসে এই ঘটনা ঘটে৷ ইতিমধ্যেই ইলোর থানা থেকে কেস চলে গিয়েছে এরনাকুলম সেন্ট্রাল থানায়৷ পোকসো ধারায় চলছে মামলা৷
▪️প্রথমবার মার্চ মাসে এই ঘটনা ঘটে৷ ইতিমধ্যেই ইলোর থানা থেকে কেস চলে গিয়েছে এরনাকুলম সেন্ট্রাল থানায়৷ পোকসো ধারায় চলছে মামলা৷
advertisement
advertisement
advertisement