স্কুল টাইমের পর নিজের গাড়িতে ছাত্রদের উঠিয়ে যৌন মিলনে বাধ্য করতেন শিক্ষক! অভিযোগে তুলকালাম স্কুলে

Last Updated:
1/5
ছাত্রদের মানুষ করার দায়িত্ব যার ওপর, তিনিই কিনা দিচ্ছেন অনৈতিক পাঠ! স্কুল হল শিক্ষার আধার৷ কিন্তু সেখানে গিয়ে শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে ছোট ছোট পড়ুয়ারা৷ এই অভিযোগ সামনে আসতেই তুলকালাম শুরু হল স্কুলে৷ Representative Image
ছাত্রদের মানুষ করার দায়িত্ব যার ওপর, তিনিই কিনা দিচ্ছেন অনৈতিক পাঠ! স্কুল হল শিক্ষার আধার৷ কিন্তু সেখানে গিয়ে শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে ছোট ছোট পড়ুয়ারা৷ এই অভিযোগ সামনে আসতেই তুলকালাম শুরু হল স্কুলে৷ Representative Image
advertisement
2/5
নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং-এর শিক্ষকের দ্বারা অত্যাচারিত হত স্কুলের ছোট ছোট শিশুরা৷ খবরটি প্রথমে সামনে আনে এক ছাত্রী৷ তারপর একে একে ৯ জন পড়ুয়া নিজেদের অভিযোগ সামনে আনে৷ শিক্ষকের বয়স ৪৪৷ Representative Image
নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং-এর শিক্ষকের দ্বারা অত্যাচারিত হত স্কুলের ছোট ছোট শিশুরা৷ খবরটি প্রথমে সামনে আনে এক ছাত্রী৷ তারপর একে একে ৯ জন পড়ুয়া নিজেদের অভিযোগ সামনে আনে৷ শিক্ষকের বয়স ৪৪৷ Representative Image
advertisement
3/5
শিক্ষকের বিরুদ্ধে মুখ খোলার সাহস অনেকেই করছিল না৷ কিন্তু খবর সামনে আসতে অনেকেই নিজেদের বেদনাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরে৷ Representative Image
শিক্ষকের বিরুদ্ধে মুখ খোলার সাহস অনেকেই করছিল না৷ কিন্তু খবর সামনে আসতে অনেকেই নিজেদের বেদনাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরে৷ Representative Image
advertisement
4/5
জানা গিয়েছে স্কুলের টাইম শেষ হল পড়ুয়াদের নিজের গাড়িতে তুলে নিয়ে যেতেন পিটি টিচার৷ গাড়িতেই একে অপরের সঙ্গে যৌনতায় মাততে নির্দেশ দিতেন তিনি৷ এমনকি সেক্সে বাধ্য করতেন ওই শিক্ষক, এমনই অভিযোগ৷ ঘটনা ঘটত স্কুল চত্বরের ১ কিলোমিটার ব্যাসার্দ্ধের মধ্যে৷ Representative Image
জানা গিয়েছে স্কুলের টাইম শেষ হল পড়ুয়াদের নিজের গাড়িতে তুলে নিয়ে যেতেন পিটি টিচার৷ গাড়িতেই একে অপরের সঙ্গে যৌনতায় মাততে নির্দেশ দিতেন তিনি৷ এমনকি সেক্সে বাধ্য করতেন ওই শিক্ষক, এমনই অভিযোগ৷ ঘটনা ঘটত স্কুল চত্বরের ১ কিলোমিটার ব্যাসার্দ্ধের মধ্যে৷ Representative Image
advertisement
5/5
অভিযোগ সামনে আসতেই গ্রেফতার করা হয়েছে শিক্ষককে৷ তার বিরুদ্ধে পোকসো আইনে মামলা রুজু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কেরলের একটি স্কুলে৷  Representative Image
অভিযোগ সামনে আসতেই গ্রেফতার করা হয়েছে শিক্ষককে৷ তার বিরুদ্ধে পোকসো আইনে মামলা রুজু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কেরলের একটি স্কুলে৷ Representative Image
advertisement
advertisement
advertisement