যৌনপল্লী বললে এক একজন মানুষের মধ্যে এক একরকম প্রতিক্রিয়া হয় ৷ কেউ শারীরিক চাহিদা মেটানোর জন্য সেখানে যান কেউ আবার শহরের যে সব নির্দিষ্ট প্রান্তে যৌনপল্লী আছে সেটা এড়িয়ে যান ৷ কিন্তু এখন আর সেটা করার জো থাকবে না ৷ এখন শহরের বিভিন্ন অভিজাত এলাকাতেও রমরমিয়ে চলছে দেহব্যবসা ৷ Photo- Representive
হায়দরাবাদে এই পেশা এতটাই জাল বিস্তার করেছে যে পরিস্থিতি আয়ত্তে আনতে হিমসিম খেয়ে যাচ্ছে পুলিশ ৷ ২০১৩ থেকে বিভিন্ন ওয়েবসাইট ও সংবাদপত্রে দেহব্যবসার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে রাখঢাক না রেখে ৷ তার মধ্যে সবচেয়ে মারাত্মক Wikisexguide.com ৷ এমনটাই জানাচ্ছে রাচকোন্ডা স্পেশাল অপরাশেনস টিম এই ওয়েবসাইটকে নিয়ে হিমসিম ৷ Photo- Representive
হোয়াটস অ্যাপে চ্যাটের পর কোথায় বিষয়টা হবে সেটা ঠিক হয় ৷ কাস্টমার নিজের পছন্দের মহিলা বেছে নিলে তিনি অ্যাপ ক্যাবে এসে তাঁকে তুলে নেন ৷ এদের সঙ্গে যাঁরা যোগাযোগ করান তাঁদের সার্ভিস প্রোভাইডারও বলা হয় ৷ এদের দাবি থাকে পৃথিবীর কোনও প্রান্তে যে ধরণের পরিষেবা থাকে তার চেয়ে এটা আরও আলাদা হবে ৷ Photo- Representive