আদরের পোষ্য কুকুরের কামড়! প্রতিবেশীর অভিযোগে জেলে গেলেন মালিক-মালকিন

Last Updated:
এর আগেও বেশ কয়েকবার তিনি অভিযোগ করেছিলেন। মূলত ছোটদের খেলার জায়গায় কুকুরটিকে এভাবে ছেড়ে দেওয়া কেন হয়, সেই প্রশ্ন তুলছিলেন তিনি।
1/6
 •পোষ্য কুকুরকে বাড়ির বাইরে ছেড়ে দেন মালিক। ছোট ছোট ছেলেমেয়েদেক খেলার জায়গায় আবাধে ঘুরে বেড়ায় সেষ এই অভিযোগ ছিল বহুদিনের। তবে সে কথা কানেই তুললেন না মালিক ও তাঁর স্ত্রী। এবার কুকুরের কামড়ের জেরে জেলে গেলেন দু’জনে। Representative Image
•পোষ্য কুকুরকে বাড়ির বাইরে ছেড়ে দেন মালিক। ছোট ছোট ছেলেমেয়েদেক খেলার জায়গায় আবাধে ঘুরে বেড়ায় সেষ এই অভিযোগ ছিল বহুদিনের। তবে সে কথা কানেই তুললেন না মালিক ও তাঁর স্ত্রী। এবার কুকুরের কামড়ের জেরে জেলে গেলেন দু’জনে। Representative Image
advertisement
2/6
 •পোষ্য কুকুরকে বাড়ির বাইরে ছেড়ে দেন মালিক। ছোট ছোট ছেলেমেয়েদেক খেলার জায়গায় আবাধে ঘুরে বেড়ায় সেষ এই অভিযোগ ছিল বহুদিনের। তবে সে কথা কানেই তুললেন না মালিক ও তাঁর স্ত্রী। এবার কুকুরের কামড়ের জেরে জেলে গেলেন দু’জনে। Representative Image
•পোষ্য কুকুরকে বাড়ির বাইরে ছেড়ে দেন মালিক। ছোট ছোট ছেলেমেয়েদেক খেলার জায়গায় আবাধে ঘুরে বেড়ায় সেষ এই অভিযোগ ছিল বহুদিনের। তবে সে কথা কানেই তুললেন না মালিক ও তাঁর স্ত্রী। এবার কুকুরের কামড়ের জেরে জেলে গেলেন দু’জনে। Representative Image
advertisement
3/6
•মেয়ের কান্না শুনেই ছুটে আসেন শ্রিয়ার মা। কুকুরটিকে তাড়িয়ে দেন তিনি। তবে যখন তিনি অভিযোগ জানাতে যান পড়শির বাড়ি, তখন তাঁর সঙ্গে ঝগড়া হয় পোষ্যের মালিক আস্থা ও সিদ্ধার্থের। Representative Image
•মেয়ের কান্না শুনেই ছুটে আসেন শ্রিয়ার মা। কুকুরটিকে তাড়িয়ে দেন তিনি। তবে যখন তিনি অভিযোগ জানাতে যান পড়শির বাড়ি, তখন তাঁর সঙ্গে ঝগড়া হয় পোষ্যের মালিক আস্থা ও সিদ্ধার্থের। Representative Image
advertisement
4/6
•এর আগেও বেশ কয়েকবার তিনি অভিযোগ করেছিলেন। মূলত ছোটদের খেলার জায়গায় কুকুরটিকে এভাবে ছেড়ে দেওয়া কেন হয়, সেই প্রশ্ন তুলছিলেন তিনি। Representative Image
•এর আগেও বেশ কয়েকবার তিনি অভিযোগ করেছিলেন। মূলত ছোটদের খেলার জায়গায় কুকুরটিকে এভাবে ছেড়ে দেওয়া কেন হয়, সেই প্রশ্ন তুলছিলেন তিনি। Representative Image
advertisement
5/6
•এবারও সেই একই প্রশ্ন ওঠে। এরপর যখন তিনি জানতে চান যে, কুকুরটির ভ্যাকসিন দেওয়া রয়েছে কিনা, তার উত্তরও তিনি ঠিক মত পাননি। উল্টে তাঁকে খুব অপমান করা হয়। Representative Image
•এবারও সেই একই প্রশ্ন ওঠে। এরপর যখন তিনি জানতে চান যে, কুকুরটির ভ্যাকসিন দেওয়া রয়েছে কিনা, তার উত্তরও তিনি ঠিক মত পাননি। উল্টে তাঁকে খুব অপমান করা হয়। Representative Image
advertisement
6/6
•এরপরই তিনি মেয়েকে নিয়ে হাসপাতালে যান এবং সেখানে মেয়ের চিকিৎসা শুরু হয়। পাশাপাশি তিনি থানায় অভিযোগ দায়ের করেন পোষ্যের মালিন ও তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের গ্রেফতার করে পুলিশ। চলছে তদন্তও। Representative Image
•এরপরই তিনি মেয়েকে নিয়ে হাসপাতালে যান এবং সেখানে মেয়ের চিকিৎসা শুরু হয়। পাশাপাশি তিনি থানায় অভিযোগ দায়ের করেন পোষ্যের মালিন ও তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের গ্রেফতার করে পুলিশ। চলছে তদন্তও। Representative Image
advertisement
advertisement
advertisement