বিকৃত কামের যৌন লালসার শিকার ৪ বছরের শিশুকন্যা, অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ নাগপুরে

Last Updated:
1/7
দিন দিন বর্বতার নিকষ কালো অন্ধকারে তলিয়ে যাচ্ছে সমাজ! নাগপুরের ধর্ষণ কাণ্ড আরেকবার তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল। বিকৃত কাম ২৫ বছরের এক যুবকের যৌন লালসার শিকার ৪ বছরের শিশুকন্যা!  Representative image Photo Source: Collected
দিন দিন বর্বতার নিকষ কালো অন্ধকারে তলিয়ে যাচ্ছে সমাজ! নাগপুরের ধর্ষণ কাণ্ড আরেকবার তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল। বিকৃত কাম ২৫ বছরের এক যুবকের যৌন লালসার শিকার ৪ বছরের শিশুকন্যা! Representative image Photo Source: Collected
advertisement
2/7
প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার মহারাষ্ট্রের নাগপুরে, ওয়াড়ি শহরে ঘটনাটি ঘটে। অশ্লীল ভিডিও দেখিয়ে বাচ্চাটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। Representative image Photo Source: Collected
প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার মহারাষ্ট্রের নাগপুরে, ওয়াড়ি শহরে ঘটনাটি ঘটে। অশ্লীল ভিডিও দেখিয়ে বাচ্চাটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। Representative image Photo Source: Collected
advertisement
3/7
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ভূষণ দাহাত। ওয়াড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।   Representative image Photo Source: Collected
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ভূষণ দাহাত। ওয়াড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। Representative image Photo Source: Collected
advertisement
4/7
ঘটনার তদন্তকারী ইন্সপেক্টর আর এল পাঠক জানিয়েছেন, ঘটনার শিকার বাচ্চাটির মা স্থানীয় এলাকার বেশ কিছু বাড়িতে পরিচারিকার কাজ করেন। স্কুলে গরমের ছুটি থাকায় বাচ্চাটি তাঁর মায়ের সঙ্গী হত।  Representative image Photo Source: Collected
ঘটনার তদন্তকারী ইন্সপেক্টর আর এল পাঠক জানিয়েছেন, ঘটনার শিকার বাচ্চাটির মা স্থানীয় এলাকার বেশ কিছু বাড়িতে পরিচারিকার কাজ করেন। স্কুলে গরমের ছুটি থাকায় বাচ্চাটি তাঁর মায়ের সঙ্গী হত। Representative image Photo Source: Collected
advertisement
5/7
জানা যায়, অভিযুক্তের বোনের ঘনিষ্ঠ শিশুটির মা। গত দু-বছর ধরে অভিযুক্তদের বাড়িতে যাতায়াতও রয়েছে। সেই কারণেই ভরসা করে, মেয়েকে তাদের বাড়িতে রেখে যেতেন মহিলা। সেই সুযোগেই বাচ্চাটিকে ধর্ষণ করে অভিযুক্ত।  Representative image Photo Source: Collected
জানা যায়, অভিযুক্তের বোনের ঘনিষ্ঠ শিশুটির মা। গত দু-বছর ধরে অভিযুক্তদের বাড়িতে যাতায়াতও রয়েছে। সেই কারণেই ভরসা করে, মেয়েকে তাদের বাড়িতে রেখে যেতেন মহিলা। সেই সুযোগেই বাচ্চাটিকে ধর্ষণ করে অভিযুক্ত। Representative image Photo Source: Collected
advertisement
6/7
রবিবার মহিলা লক্ষ্য করেন, মেয়ের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। মেয়েকে প্রশ্ন করতে সে পুরো ঘটনাটি মাকে বলে । মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। Representative image Photo Source: Collected
রবিবার মহিলা লক্ষ্য করেন, মেয়ের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। মেয়েকে প্রশ্ন করতে সে পুরো ঘটনাটি মাকে বলে । মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। Representative image Photo Source: Collected
advertisement
7/7
আইপিসি ছাড়াও পকসো আইনে পৃথক ভাবে মামলা দায়ের হয়েছে। বাচ্চাটির মেডিক্যাল পরীক্ষাও করানো হয়।  Representative image Photo Source: Collected
আইপিসি ছাড়াও পকসো আইনে পৃথক ভাবে মামলা দায়ের হয়েছে। বাচ্চাটির মেডিক্যাল পরীক্ষাও করানো হয়। Representative image Photo Source: Collected
advertisement
advertisement
advertisement