কিশোরীকে লাগাতার ধর্ষণের ভিডিও ভাইরাল করল কিশোর! পৈশাচিক আনন্দে মাতল ধর্ষক-সহ ২৫ জন! তারপর...
কিশোরীকে লাগাতার ধর্ষণ। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়াল বছর ১৫-র কিশোর! ধর্ষক-সহ গ্রামের ২৫ জন মিলে বসে উপভোগ করল পৈশাচিক সেই দৃশ্য।


*কিশোরীকে লাগাতার ধর্ষণ। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়াল বছর ১৫-র কিশোর! ধর্ষক-সহ গ্রামের ২৫ জন মিলে বসে উপভোগ করল পৈশাচিক সেই দৃশ্য। মধ্যপ্রদেশের ভোপালের ঘটনায় নিন্দার ঝড়। প্রতীকী ছবি।


*উপরপ্রদেশের হাথরস, বলরামপুর, মথুরার ঘটনার রেশ এখনও কাটেনি। রাজনৈতিক তরজা ক্রমশ বেড়েই চলেছে। প্রশ্ন উঠছে যোগী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এমতাবস্থায় আবার মধ্যপ্রদেশের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতীকী ছবি।


*মধ্যপ্রদেশের দামহ জেলায় ঘটনাটি ঘটে ২২ সেপ্টেম্বর। কিন্তু প্রথমেই তা পুলিশের গোচরে আসেনি। পড়ে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। একে একে শনাক্ত করা হয় যে গ্রুপে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেই গ্রুপের ২৫ জনকে। তারপরে তাদের সকলের ডেকে ফোন থেকে ভিডিওটি মুছে দেওয়া হয়। প্রতীকী ছবি।


*এ দিকে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। পাশাপাশি যে কিশোর গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে, তাকেও হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ), এবং পকসো আইনে মামলা রুজু হয়েছে। প্রতীকী ছবি।


*কিশোরীর অভিযোগ, বাইরে কথা জানাজানি হলে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলে তাকে ব্ল্যাকমেল করছিল ধর্ষক। ফলে সে চুপ ছিল। কিন্তু শুক্রবার সেই ভিডিও ছড়িয়ে পড়ে গ্রামে। এলাকার ছেলেদের হোয়াটস অ্যাপ গ্রুপে সেটি। ফলে বাধ্য হয়েই সে পুলিশের দ্বারস্থ হয়। প্রতীকী ছবি।