1/ 5


▪️নিজের পোষা ছাগলকে কামড়েছিল কুকুর৷ প্রতিশোধ নিতে ৪০টি রাস্তার কুকুরকে বিষ খাইয়ে খুন করলেন এক ব্যক্তি৷ ওড়িশার কটকের চৌধওর থানার মহঙ্গা এলাকার ঘটনা৷ Representative Image
2/ 5


▪️বহ্মানন্দ মল্লিক নামের ওই ব্যক্তি তাঁর ছাগলের ওপর হওয়া হামলায় খুবই ক্ষেপে যান৷ তারপর ভারত মল্লিকের সঙ্গে বসে ষড়যন্ত্র করেন তিনি৷ Representative Image
3/ 5


▪️দু’জনে মিলে ঠিক করেন বিষ খাইয়ে মারবেন গ্রামের সব কুকুরকে৷ যেমন ভাবা, তেমন কাজ৷ Representative Image
4/ 5


▪️ছোট ছোট মাংসের টুকরোর সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন গ্রামের সব কুকুরকে৷ বিষ খেয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মরেছে কুকুরগুলি৷ খুবই বেদনাদায়ক ছিল সেই দৃশ্য বলছেন এক গ্রামবাসী৷ Representative Image