স্বামীর সঙ্গে সঙ্গমে বাধা দেয় শ্বশুর! 'প্রেতাত্মা' ভরের অছিলায় অকথ্য যৌন নির্যাতন, থানায় গেলেন নববধূ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বিয়ের পর থেকেই এই পরিস্থিতির শিকার তিনি। এতদিন সহ্য করেছেন। কিন্তু অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় ১০ মার্চ শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়িতে যান।
advertisement
advertisement
advertisement
advertisement
*নববধূ গান্ধিনগর থানায় পারিবারিক হিংসার বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, স্বামীর সঙ্গে সঙ্গমে বাধা দিত শ্বশুর। 'প্রেতাত্মা' ভর করেছে অছিলায় অত্যাচার করত শ্বশুবাড়ির সদস্যরা। তাঁতে অবশ্য স্বামী কোনওদিন বাধা দেয়নি। উপরন্ত সেও সকলের সঙ্গে মিলে তাঁর ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালাত। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement