কফি করে দেননি স্ত্রী, রাগে ফুটন্ত গরম জল ঢেলে পুড়িয়ে দিল স্বামী

Last Updated:
মারাত্মক যন্ত্রণায় আর্তনাদ করতে থাকেন মহিলা ৷ শুনে পাড়া পড়শিরা ছুটে আসেন ৷
1/6
অসময়ে স্ত্রীয়ের কাছে এক কাপ কফি করে দেওয়ার কথা বলেছিলেন স্বামী ৷ বার বার নানা রকম ফরমায়েশ সামলাতে ক্লান্ত মহিলা এবার অস্বীকার করেন ৷ রাগে গ্যাসে বসানো ফুটন্ত গরম জলের গামলা সমেত জল তাঁর গায়ে ছুঁড়ে মারেন স্বামী ৷ মুহূর্তের মধ্যে সর্বাঙ্গ পুড়ে যায় মহিলার ৷
অসময়ে স্ত্রীয়ের কাছে এক কাপ কফি করে দেওয়ার কথা বলেছিলেন স্বামী ৷ বার বার নানা রকম ফরমায়েশ সামলাতে ক্লান্ত মহিলা এবার অস্বীকার করেন ৷ রাগে গ্যাসে বসানো ফুটন্ত গরম জলের গামলা সমেত জল তাঁর গায়ে ছুঁড়ে মারেন স্বামী ৷ মুহূর্তের মধ্যে সর্বাঙ্গ পুড়ে যায় মহিলার ৷
advertisement
2/6
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ডোড্ডাবাল্লাপুরে ৷ পুড়ে যাওয়ার মারাত্মক যন্ত্রণায় আর্তনাদ করতে থাকেন মহিলা ৷ অসহায় মহিলার আর্ত চিৎকার শুনে পাড়া পড়শিরা ছুটে আসেন ৷
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ডোড্ডাবাল্লাপুরে ৷ পুড়ে যাওয়ার মারাত্মক যন্ত্রণায় আর্তনাদ করতে থাকেন মহিলা ৷ অসহায় মহিলার আর্ত চিৎকার শুনে পাড়া পড়শিরা ছুটে আসেন ৷
advertisement
3/6
 প্রতিবেশীরা বাড়ি এসে মহিলার অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসার পর পুলিশে ফোন করে সাহায্য চান ৷ পরিহার কমিশনারেটের পুলিশ এসে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷
প্রতিবেশীরা বাড়ি এসে মহিলার অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসার পর পুলিশে ফোন করে সাহায্য চান ৷ পরিহার কমিশনারেটের পুলিশ এসে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷
advertisement
4/6
জানা গিয়েছে, মহিলার এক সন্তানও রয়েছে ৷ স্বামীর সঙ্গে বরাবরই ছোটখাটো অশান্তি লেগে থাকলেও এদিন তা তীব্র হয়ে ওঠে ৷ দুপুরবেলা খাওয়ার পর মহিলার স্বামী এক কাপ কফি করে দেওয়ার ফরমায়েশ জানান ৷ কিন্ত মহিলা স্পষ্টভাবে জানান তিনি তখনই তা করে দিতে পারবেন না ৷ লকডাউনের কারণে পরিচারিকা না আসায় তাঁকে রান্নাঘরে অনেক কাজ করতে হচ্ছে ৷ এর থেকেই শুরু হয় বচসা ৷ রাগে স্ত্রীয়ের গায়ে গরম জলের পাত্র সমেত জল ছুঁড়ে মারেন স্বামী ৷
জানা গিয়েছে, মহিলার এক সন্তানও রয়েছে ৷ স্বামীর সঙ্গে বরাবরই ছোটখাটো অশান্তি লেগে থাকলেও এদিন তা তীব্র হয়ে ওঠে ৷ দুপুরবেলা খাওয়ার পর মহিলার স্বামী এক কাপ কফি করে দেওয়ার ফরমায়েশ জানান ৷ কিন্ত মহিলা স্পষ্টভাবে জানান তিনি তখনই তা করে দিতে পারবেন না ৷ লকডাউনের কারণে পরিচারিকা না আসায় তাঁকে রান্নাঘরে অনেক কাজ করতে হচ্ছে ৷ এর থেকেই শুরু হয় বচসা ৷ রাগে স্ত্রীয়ের গায়ে গরম জলের পাত্র সমেত জল ছুঁড়ে মারেন স্বামী ৷
advertisement
5/6
 পুলিশের সাহায্যে হাসপাতালে ভর্তি হওয়া ওই মহিলা আপাতত বিপদমুক্ত ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে ৷
পুলিশের সাহায্যে হাসপাতালে ভর্তি হওয়া ওই মহিলা আপাতত বিপদমুক্ত ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে ৷
advertisement
6/6
করোনা ঠেকাতে লকডাউনে সবাই বন্দি বাড়িতে ৷ মনোবিদরা বলছেন, গৃহবন্দি অবস্থায় অনিশ্চিত ভবিষ্যত, আর্থিক চিন্তা সব মিলিয়েই বাড়ছে মনোমালিন্যের হার ৷ লকডাউনে ধৈর্য হারিয়ে এমন ঘটনা ঘটিয়ে ফেলছেন মানুষ ৷ বাড়ছে গার্হ্যস্থ হিংসা ৷ কিছুদিন আগেই বিরিয়ানি করে দিতে না চাওয়ায় স্বামী স্ত্রীকে এই লকডাউনের মধ্যেই বাড়ি থেকে বের করে দিয়েছেন এমন তথ্য সামনে এসেছিল ৷
করোনা ঠেকাতে লকডাউনে সবাই বন্দি বাড়িতে ৷ মনোবিদরা বলছেন, গৃহবন্দি অবস্থায় অনিশ্চিত ভবিষ্যত, আর্থিক চিন্তা সব মিলিয়েই বাড়ছে মনোমালিন্যের হার ৷ লকডাউনে ধৈর্য হারিয়ে এমন ঘটনা ঘটিয়ে ফেলছেন মানুষ ৷ বাড়ছে গার্হ্যস্থ হিংসা ৷ কিছুদিন আগেই বিরিয়ানি করে দিতে না চাওয়ায় স্বামী স্ত্রীকে এই লকডাউনের মধ্যেই বাড়ি থেকে বের করে দিয়েছেন এমন তথ্য সামনে এসেছিল ৷
advertisement
advertisement
advertisement