৮ দিনের মাথায় বিধবা হয়ে গেল অমরের নতুন বউ! বিকাশ দুবের ডানহাতের মৃত্যুর পর যা বললেন ঠাকুমা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দিনকয়েক আগেই বিয়ে করেছিল বিকাশের ডানহাত অমর, এনকাউন্টারে নাতির মৃত্যু পর ঠাকুমা যা বললেন
advertisement
advertisement
চৌবেপুরের ৮ পুলিশ খুনে অভিযুক্ত বিকাশ দুবের ডান হাত অমর দুবেকে খতম করল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ৷ বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ের পর থেকেই বেপাত্তা মূল অভিযুক্ত বিকাশ৷ এবার তার সঙ্গী এবং খুবই ঘনিষ্ঠ অমরের মৃত্যু হল পুলিশের এনকাউন্টারে৷ হামিরপুরে বুধবার সকাল থেকে দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়৷ অমরকে ঘিরে ধরে পুলিশ৷ শেষ পর্যন্ত হার মানতে হয় দুষ্কৃতীকে৷Photo- File
advertisement
advertisement
কেন অমরের পিছু করেছিল পুলিশ? ৮ পুলিশ হত্যার মূল বিকাশের ডান হাত এই অমর৷ ভিকরুর শ্যুটআউটেও তার বড় ভূমিকা ছিল৷ অমরের মাথার দাম ধার্য হয়েছিল ২৫ হাজার টাকা৷ তবে সূত্রের খবর যে, অমরকে মারতে চায়নি পুলিশ৷ তাকে পাকরাও করে বিকাশের খোঁজ পেতে মরিয়া ছিল উত্তরপ্রদেশ এসটিএফের কর্তারা৷ তবে যখন তাকে আত্মসপর্মণ করতে বলে পুলিশ, তখনই পুলিশের ওপর হামলা চালায় অমর৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে মারা যায় এই কুখ্যাত দুষ্কৃতী৷Photo- File
advertisement
এখনও পর্যন্ত মূল অভিযুক্ত বিকাশ পলাতক৷ জানা গিয়েছে যে, আইনজীবীর মাধ্যমে সরাসরি আদালতে আত্মসমর্পণ করতে পারে উত্তরপ্রদেশের এই ডন! শেষ পাওয়া লোকেশন অনুযায়ী বিকাশ ছিল ফরিদাবাদে৷ সেখানে একটি হোটেলের রুমে কিছুদিন ছিল বিকাশ৷ কিন্তু পুলিশ পৌঁছনোর আগে সেখান থেকে চম্পট দেয় সে৷Photo- Man suspected to be Vikas Dubey seen at Faridabad Hotel (News18)
advertisement