1/ 4


আর্থিক প্রতারণা মামলায় এবার ডাক পড়লো আয়কর দফতরের শীর্ষ কর্তা বিশ্বনাথ ঝা এর. তিনি এই মুহূর্তে ইনকাম ট্যাক্স এর প্রিন্সিপাল কমিশনার পদে আছেন. আজ তাঁর হাজিরা দেওয়ার কথা লালবাজারের anti fraud section বিভাগের কাছে৷
2/ 4


কিছুদিনের আগে গোবিন্দ আগরওয়াল নাম এ এক ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজার৷ তাকে জেরা করেই এই অফিসারের নাম উঠে আসে ৷
3/ 4


অভিযোগ, ২০১৬-২০১৮ পর্যন্ত শহরে ও আশপাশের বেশকিছু আয়কর দফতরের রেড হয়৷ সেখানে গোবিন্দের চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম থেকে লোক নিয়ে যাওয়া হত৷