#নয়ডা: গ্রেটার নয়ডার দাদরিতে তরুণীর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিজের পরিচয় গোপন করে, পরিবর্তিত পরিচিতি দিয়ে উত্তরাখণ্ডের বাসিন্দা এক তরুণীকে বিয়ে করতে যাচ্ছিল বলে মারাত্মক অভিযোগ। বিয়ের ঠিক ১ দিন আগে তার ধাপ্পাবাজির পর্দা ফাঁস হয়ে যায়৷ পরিচয় জানার পরেই সেই মহিলা নিজেই পুলিশের কাছে গিয়ে মামলা করেন এবং পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। Photo- Representative
খবর পেয়ে হিন্দু সংগঠনের কর্মীরা তোলপাড় শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লোকজনকে শান্ত করে এবং মেয়েটির অভিযোগের ভিত্তিতে ধর্ম পরিবর্তন প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করার পর আমকা রোডের বাসিন্দা অভিযুক্ত হাসিন সাইফি আশিসকে গ্রেফতার করে। উত্তরাখণ্ডের বাসিন্দা ওই তরুণী নয়ডায় একটি কোম্পানিতে কাজ করতেন। Photo- Representative
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার হাসিনকে খুঁজতে গিয়ে তার বাবা শাকিল সাইফি এসকর্ট কলোনিতে তার ঘরে পৌঁছান। সেই সময় হাসিন ও মেয়েটি কেনাকাটা করতে গিয়েছিল। এরপর মেয়েটি ছেলেটির নাম নিয়ে খোঁজখবর নিতে চাইলে নাম ও ধর্ম দুটো জেনেই চমকে ওঠে মেয়েটি। তাই বিয়ের বদলে পুলিশে সরাসরি অভিযোগ জানায় মেয়েটি। Photo- Representative