ছেলেকে নৃশংসভাবে খুন মায়ের, দেহ টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দিলেন শহরের রাস্তায়

Last Updated:
প্রথমে খাবারে বিষ মিশিয়ে খাওয়ান নিজের ছেলেকে ৷ বিষক্রিয়ায় শরীর নিথর হয়ে যাওয়ার পর ছেলের ধড় থেকে মাথা আলাদা করে দেন মা ৷
1/5
নৃশংস, গা শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে ৷ মায়ের হাতে নৃশংসভাবে খুন ছেলে ৷ পুলিশ সূত্রে খবর, প্রথমে খাবারে বিষ মিশিয়ে খাওয়ান নিজের ছেলেকে ৷ বিষক্রিয়ায় শরীর নিথর হয়ে যাওয়ার পর ছেলের ধড় থেকে মাথা আলাদা করে দেন মা ৷ নিজে হাতে টুকরো টুকরো করে কাটেন ছেলের দেহ এবং দেহের বিভিন্ন অংশ পেলেন শহরের বিভিন্ন প্রান্তে ৷ তদন্তে নেমে পুলিশের সামনে আসে চাঞ্চল্য কর তথ্য ৷
নৃশংস, গা শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে ৷ মায়ের হাতে নৃশংসভাবে খুন ছেলে ৷ পুলিশ সূত্রে খবর, প্রথমে খাবারে বিষ মিশিয়ে খাওয়ান নিজের ছেলেকে ৷ বিষক্রিয়ায় শরীর নিথর হয়ে যাওয়ার পর ছেলের ধড় থেকে মাথা আলাদা করে দেন মা ৷ নিজে হাতে টুকরো টুকরো করে কাটেন ছেলের দেহ এবং দেহের বিভিন্ন অংশ পেলেন শহরের বিভিন্ন প্রান্তে ৷ তদন্তে নেমে পুলিশের সামনে আসে চাঞ্চল্য কর তথ্য ৷
advertisement
2/5
তামিলনাড়ুর থেনির কাছে কামবাম এলাকায় একটি পুরুষের মুন্ডুহীন দেহ খুঁজে পায় পুলিশ ৷ এরপর গোটা শহর থেকেই মেলে দেহের বিভিন্ন অংশ ৷ তদন্তে নামে পুলিশ ৷ দেহের টুকরোগুলি জড়ো করে চলে মৃতের পরিচয়ের খোঁজ ৷
তামিলনাড়ুর থেনির কাছে কামবাম এলাকায় একটি পুরুষের মুন্ডুহীন দেহ খুঁজে পায় পুলিশ ৷ এরপর গোটা শহর থেকেই মেলে দেহের বিভিন্ন অংশ ৷ তদন্তে নামে পুলিশ ৷ দেহের টুকরোগুলি জড়ো করে চলে মৃতের পরিচয়ের খোঁজ ৷
advertisement
3/5
 রাস্তার সিসিটিভি ফু়টেজ খতিয়ে দেখে পুলিশ এক মহিলাকে চিহ্নিত করে যিনি শহরের বিভিন্ন জায়গায় বড় বড় ব্যাগে করে দেহাংশ ফেলছেন ৷ মহিলার খোঁজে পুলিশ পৌঁছায় তাঁর বাড়ি ৷ তখনই সামনে আসা চমকে ওঠা সত্যি ৷
রাস্তার সিসিটিভি ফু়টেজ খতিয়ে দেখে পুলিশ এক মহিলাকে চিহ্নিত করে যিনি শহরের বিভিন্ন জায়গায় বড় বড় ব্যাগে করে দেহাংশ ফেলছেন ৷ মহিলার খোঁজে পুলিশ পৌঁছায় তাঁর বাড়ি ৷ তখনই সামনে আসা চমকে ওঠা সত্যি ৷
advertisement
4/5
 মৃত ওই মহিলার বছর ২৮-এর ছেলে ৷ নাম ভিগনেশওরান ৷ মাতাল নেশাগ্রস্থ ছেলের মাতলামো সহ্য করতে না পেরে এমন কাণ্ড ঘটিয়েছেন ওই মহিলা ৷ ভিগনেশওরান সারাদিন নেশা করে থাকত ৷ এমনকী নেশার ঝোঁকে অফিসে চুরি করে চাকরি খোওয়ান ওই যুবক ৷Representational Image
মৃত ওই মহিলার বছর ২৮-এর ছেলে ৷ নাম ভিগনেশওরান ৷ মাতাল নেশাগ্রস্থ ছেলের মাতলামো সহ্য করতে না পেরে এমন কাণ্ড ঘটিয়েছেন ওই মহিলা ৷ ভিগনেশওরান সারাদিন নেশা করে থাকত ৷ এমনকী নেশার ঝোঁকে অফিসে চুরি করে চাকরি খোওয়ান ওই যুবক ৷Representational Image
advertisement
5/5
জেরায় তিনি স্বীকার করেছেন, ছেলের সমস্ত কাজ তাঁর ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় ৷ রবিবার ভিগনেশওরান বাড়ি এলে তাঁকে বিষ দেওয়া খাবার খাওয়ান তিনি ৷ পরে ছেলের নিথর দেহ নিজেই টুকরো টুকরো করে কেটে গোটা শহর জুড়ে বিভিন্ন আস্তাকুঁড়ে ফেলে আসেন ৷
জেরায় তিনি স্বীকার করেছেন, ছেলের সমস্ত কাজ তাঁর ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় ৷ রবিবার ভিগনেশওরান বাড়ি এলে তাঁকে বিষ দেওয়া খাবার খাওয়ান তিনি ৷ পরে ছেলের নিথর দেহ নিজেই টুকরো টুকরো করে কেটে গোটা শহর জুড়ে বিভিন্ন আস্তাকুঁড়ে ফেলে আসেন ৷
advertisement
advertisement
advertisement