ছেলেকে নৃশংসভাবে খুন মায়ের, দেহ টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দিলেন শহরের রাস্তায়
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
প্রথমে খাবারে বিষ মিশিয়ে খাওয়ান নিজের ছেলেকে ৷ বিষক্রিয়ায় শরীর নিথর হয়ে যাওয়ার পর ছেলের ধড় থেকে মাথা আলাদা করে দেন মা ৷
নৃশংস, গা শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে ৷ মায়ের হাতে নৃশংসভাবে খুন ছেলে ৷ পুলিশ সূত্রে খবর, প্রথমে খাবারে বিষ মিশিয়ে খাওয়ান নিজের ছেলেকে ৷ বিষক্রিয়ায় শরীর নিথর হয়ে যাওয়ার পর ছেলের ধড় থেকে মাথা আলাদা করে দেন মা ৷ নিজে হাতে টুকরো টুকরো করে কাটেন ছেলের দেহ এবং দেহের বিভিন্ন অংশ পেলেন শহরের বিভিন্ন প্রান্তে ৷ তদন্তে নেমে পুলিশের সামনে আসে চাঞ্চল্য কর তথ্য ৷
advertisement
advertisement
advertisement
advertisement