ব্র্যান্ডেড মিল্ক প্যাকেটেই দেদার বিকোচ্ছে রং ও শ্যাম্পু দিয়ে তৈরি বিষ-দুধ!

Last Updated:
এই সবকিছুর মিশ্রণে তৈরি দুধ মারাত্মক ভাবে ক্ষতিকর৷ মধ্যপ্রদেশের গোয়ালিওরের বিপুলভাবে তৈরি হচ্ছে এই দুধ, যা নামী সংস্থার প্যাকেটে করে বিক্রি হচ্ছে বিভিন্ন রাজ্যে৷
1/6
▪  রং, কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে দুধ! এক লিটার দুধে, ৩০ শতাংশ মেশানো হচ্ছে তেল, ডিটারজেন্ট (কাপড় কাচার সাবান), শ্যাম্পু, রং ও গ্লুকোস পাউডার৷ Reprersentative Image
▪ রং, কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে দুধ! এক লিটার দুধে, ৩০ শতাংশ মেশানো হচ্ছে তেল, ডিটারজেন্ট (কাপড় কাচার সাবান), শ্যাম্পু, রং ও গ্লুকোস পাউডার৷ Reprersentative Image
advertisement
2/6
▪  এই সবকিছুর মিশ্রণে তৈরি দুধ মারাত্মক ভাবে ক্ষতিকর৷ মধ্যপ্রদেশের গোয়ালিওরের বিপুলভাবে তৈরি হচ্ছে এই দুধ, যা নামী সংস্থার প্যাকেটে করে বিক্রি হচ্ছে বিভিন্ন রাজ্যে৷ মূলত দিল্লি, রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রে বিক্রি হচ্ছে এই দুধ৷ তদন্তে নেমে এমনই জানতে পেরেছে পুলিশ৷ Representative Image
▪ এই সবকিছুর মিশ্রণে তৈরি দুধ মারাত্মক ভাবে ক্ষতিকর৷ মধ্যপ্রদেশের গোয়ালিওরের বিপুলভাবে তৈরি হচ্ছে এই দুধ, যা নামী সংস্থার প্যাকেটে করে বিক্রি হচ্ছে বিভিন্ন রাজ্যে৷ মূলত দিল্লি, রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রে বিক্রি হচ্ছে এই দুধ৷ তদন্তে নেমে এমনই জানতে পেরেছে পুলিশ৷ Representative Image
advertisement
3/6
▪  বিষ-দুধ তৈরি হচ্ছে এমন তিনটি ফ্যাক্টরিতে হানা দেয় পুলিশ৷ সেখান থেকে ১০ হাজার লিটার জাল-দুধ উদ্ধার করা গিয়েছে৷ এর সঙ্গে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম কনডেন্স মিল্ক, ২০০ গ্রাম পনির৷ Representative Image
▪ বিষ-দুধ তৈরি হচ্ছে এমন তিনটি ফ্যাক্টরিতে হানা দেয় পুলিশ৷ সেখান থেকে ১০ হাজার লিটার জাল-দুধ উদ্ধার করা গিয়েছে৷ এর সঙ্গে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম কনডেন্স মিল্ক, ২০০ গ্রাম পনির৷ Representative Image
advertisement
4/6
▪  দুধ, দুধ তৈরির সরঞ্জাম আটক করেছে তদন্তকারীরা৷ ডিটারজেন্ট, তেল, গ্লুকোস পাউডার, সবই পাওয়া গিয়েছে ওই ফ্যাক্টরিতে৷ Representative Image
▪ দুধ, দুধ তৈরির সরঞ্জাম আটক করেছে তদন্তকারীরা৷ ডিটারজেন্ট, তেল, গ্লুকোস পাউডার, সবই পাওয়া গিয়েছে ওই ফ্যাক্টরিতে৷ Representative Image
advertisement
5/6
▪  পুলিশ সূত্রের খবর বিষ-দুধ তৈরি হতে খরত পরত লিটার পিছু ৫ টাকা৷ যা বিক্রি হত ৪৫ থেকে ৫০ টাকা করে প্রতি লিটারে!আর পনিরের দাম ১০০ থেকে ১৫০ টাকা প্রতি কেজি! Representative Image
▪ পুলিশ সূত্রের খবর বিষ-দুধ তৈরি হতে খরত পরত লিটার পিছু ৫ টাকা৷ যা বিক্রি হত ৪৫ থেকে ৫০ টাকা করে প্রতি লিটারে!আর পনিরের দাম ১০০ থেকে ১৫০ টাকা প্রতি কেজি! Representative Image
advertisement
6/6
 ▪  ২০১৮, ফুড সেফটি অথোরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয় যে দেশের ৬৮ শতাংশ দুধ ও দুগ্ধজাত পণ্য সঠিক মানের নিচে৷  এই ঘটনায় আরও একবার তারই প্রমাণ মিলল৷ Representative Image
▪ ২০১৮, ফুড সেফটি অথোরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয় যে দেশের ৬৮ শতাংশ দুধ ও দুগ্ধজাত পণ্য সঠিক মানের নিচে৷ এই ঘটনায় আরও একবার তারই প্রমাণ মিলল৷ Representative Image
advertisement
advertisement
advertisement