•হাতরস ধর্ষণকাণ্ডের তদন্ত করবে সিবিআই৷ হাতরসের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের দায়ভার শনিবার গেল সিবিআইয়ের কাছে৷ গাজিয়াবাদের সিবিআই টিম আরও একবার এই নিয়ে অভিযোগ দায়ের করে৷ এর আগে হতরসের ঘটনা নিয়ে এফআইআর করে উত্তরপ্রদেশ পুলিশ৷ তবে এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের অভিযোগে উল্লেখ করা দেশদ্রোহ, আইনশৃঙ্খলা ভাঙা এবং ষড়যন্ত্রের তথ্যগুলিও খতিয়ে দেখতে পারে সিবিআই, এমনই জানা গিয়েছে৷
•হাতরসের ঘটনার পর প্রায় কেটে গিয়েছে ২৭ দিন৷ কিন্তু এখনও সামনে আসেনি বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর৷ বিশেষ করে নির্যাতিতার মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি৷ প্রথমে উত্তরপ্রদেশ পুলিশ, তারপর এসটআইটি, এবং এখন সিবিআই নতুন করে এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করল৷ এতদিন এই মামলার তদন্ত করছিল সিট৷ ঘটনার দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর কী ঘটছিল, কী ছিল সত্যি, সেটাই জানার চেষ্টা চলছিল৷ এসআইটি যখন তদন্ত শুরু করে, তখন ৪০জনের ওপর তাঁদের নজর ছিল৷ গ্রামের ৪০জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ এরা সকলেই ১৪ সেপ্টেম্বর আশপাশের ক্ষেতে কাজ করছিল৷ এছাড়া নির্যাতিতার আত্মীয়রাও রয়েছেন জিজ্ঞাসাবাদের তালিকায়৷
•News 18-এর হাতে আসা কল ডেটা রেকর্ড বা সিডিআর থেকেই এই তথ্য মিলেছে৷ সেখানে মূল অভিযুক্ত সন্দীপের নম্বর থেকে নির্যাতিতার পরিবারের এক সদস্যের নম্বরে বার বার ফোন আসার প্রমাণ মিলেছে৷ নির্যাতিতার পরিবারের ওই ফোন নম্বরটি তাঁর দাদার নামে নথিভুক্ত৷ ২০১৯ সালের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দু'টি নম্বরের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা কথা হয়েছে৷