▪ যেই গার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়, তারা দু’জন দালালের ফোন নম্বর দিয়ে দেয় পুলিশকে৷ এর মাধ্যমে ব্যবসার চাঁইকে ধরার ফাঁদ পাতে পুলিশ৷ খদ্দের হিসেবে দালালদের ফোন করে দুটি বাংলোয়ে আসর বসানোর ব্যবস্থা করতে বলেন তারা৷ সেখানে মনোরঞ্জন করার জন্য হাজির ছিলেন বলি-নায়িকা ও টেলি জগতের বেশ কয়েকজন উজ্জ্বল মুখ৷ হাতেনাতে ধরা হয় তাদের৷ Representative Image