দেহব্যবসার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন বলি-নায়িকা, আলিবাগে খুলল জাল...

Last Updated:
1/5
▪ দেহব্যবসার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন বলি-নায়িকা এবং হিন্দি সিরিয়ালের অভিনেত্রী৷ আলিবাগে চলছিল এদের জোরদার ব্যবসা৷ রায়গড় পুলিশ হাতেনাতে ধরল তাদের৷ Representative Image
▪ দেহব্যবসার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন বলি-নায়িকা এবং হিন্দি সিরিয়ালের অভিনেত্রী৷ আলিবাগে চলছিল এদের জোরদার ব্যবসা৷ রায়গড় পুলিশ হাতেনাতে ধরল তাদের৷ Representative Image
advertisement
2/5
▪ এই ব্যবসার চক্র অনেকদিন ধরে চলছিল৷ ইন্টেলিজেন্সের কাছ থেকে এই ব্যবসার খুঁটিনাটি জানে পুলিশ৷ যোগযোগ করা হয় দু’জন সিকিউরিটি গার্ডের সঙ্গে৷ Representative Image
▪ এই ব্যবসার চক্র অনেকদিন ধরে চলছিল৷ ইন্টেলিজেন্সের কাছ থেকে এই ব্যবসার খুঁটিনাটি জানে পুলিশ৷ যোগযোগ করা হয় দু’জন সিকিউরিটি গার্ডের সঙ্গে৷ Representative Image
advertisement
3/5
▪  পুলিশ জানতে পারে যে আলিগড়ের কিছু বাংলো ও রিসর্টে নিয়মিত বসে দেহব্যবসার আসর৷ সঙ্গে চলে রেভ পার্টিও৷ Representative Image
▪ পুলিশ জানতে পারে যে আলিগড়ের কিছু বাংলো ও রিসর্টে নিয়মিত বসে দেহব্যবসার আসর৷ সঙ্গে চলে রেভ পার্টিও৷ Representative Image
advertisement
4/5
 ▪  যেই গার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়, তারা দু’জন দালালের ফোন নম্বর দিয়ে দেয় পুলিশকে৷ এর মাধ্যমে ব্যবসার চাঁইকে ধরার ফাঁদ পাতে পুলিশ৷ গ্রাহক হিসেবে দালালদের ফোন করে দুটি বাংলোয়ে আসর বসানোর ব্যবস্থা করতে বলে তারা৷ সেখানে মনোরঞ্জন করার জন্য হাজির ছিলেন বলি-নায়িকা ও টেলি জগতের বেশ কয়েকজন উজ্জ্বল মুখ৷ হাতেনাতে ধরা হয় তাদের৷ Representative Image
▪ যেই গার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়, তারা দু’জন দালালের ফোন নম্বর দিয়ে দেয় পুলিশকে৷ এর মাধ্যমে ব্যবসার চাঁইকে ধরার ফাঁদ পাতে পুলিশ৷ গ্রাহক হিসেবে দালালদের ফোন করে দুটি বাংলোয়ে আসর বসানোর ব্যবস্থা করতে বলে তারা৷ সেখানে মনোরঞ্জন করার জন্য হাজির ছিলেন বলি-নায়িকা ও টেলি জগতের বেশ কয়েকজন উজ্জ্বল মুখ৷ হাতেনাতে ধরা হয় তাদের৷ Representative Image
advertisement
5/5
▪  কিছু ড্রাগ পাচারকারীকেও গ্রেফতার করা হয়৷ ২৮ গ্রাম কোকেন উদ্ধার করা হয় এদের থেকে৷ Representative Image
▪ কিছু ড্রাগ পাচারকারীকেও গ্রেফতার করা হয়৷ ২৮ গ্রাম কোকেন উদ্ধার করা হয় এদের থেকে৷ Representative Image
advertisement
advertisement
advertisement