পুলিশের হাতে বিকাশের শাগরেদ, কুখ্যাত দুষ্কৃতীর বাড়ি থেকে উদ্ধার লুঠ হওয়া AK 47 ও ভয়ানক সব আগ্নেয়াস্ত্র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিকাশ দুবে কাণ্ডে ফের বড় সাফল্য পুলিশের
advertisement
advertisement
উত্তরপ্রদেশের কানপুর শ্যুটআউট কাণ্ডে গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যু হয়েছে । তার মৃত্যুর পর ফের নয়া চমক এসেছে এই তদন্তে । বিকাশ দুবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন যে ব্যক্তি সেই রাহুল তিওয়ারি নিখোঁজ! রাহুলের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই ৩ জুলাই বিকাশ দুবেকে ধরতে তার গ্রামে গিয়েছিল পুলিশের দল ৷
advertisement
advertisement
গ্যাংস্টার বিকাশ দুবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা রাহুল তিওয়ারির পরিবারের সদস্যদের মত অনুযায়ী তিনি কয়েকদিন ধরেই নিখোঁজ ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুয়ায়ী এই ঘটনায় অভিযোগ দায়েরকারী ছাড়াও তিনি এই কাণ্ডের মূল সাক্ষীও ৷ তাঁর কারণেই এতবড় কাণ্ডের একের পর এক অধ্যায় ঘটে ়যায় ৷ কানপুরের সিনিয়র পুলিশ আধিকারিক দীনেশ কুমার জানিয়েছেন রাহুলের জীবন এখন দারুণ সংকটের সামনে, যেকোনও সময় তাঁর প্রাণ যেতে পারে ৷ এই মুহূর্তে ডিএসপি সুকর্ম প্রকাশের দল রাহুলের খোঁজে রয়েছেন ৷
advertisement
রাহুল তিওয়ারির মা সুমনা দেবী জানিয়েছেন রাহুল শেষবার বাড়ির সঙ্গে ২ জুলাই রাতে কথা বলেছিলেন ৷ ফোনে খুব ভয়ে ভয়ে কথা বলছিলেন তিনি ৷ এরপরেই নিজের স্ত্রী, সন্তান, বৌদির সঙ্গে নিখোঁজ হয়ে যান ৷ পুলিশ জানিয়েছে রাহুল নিজের শ্বশুরবাড়ির গ্রামে জমি সংক্রান্ত কাজ করার কথা ছিল ৷ তবে তাঁর স্ত্রী এই জমি বিক্রির বিরোধী ছিলেন ৷ এরমধ্যে একজন আবার যাতে রাহুল জমি বিক্রি না করতে পারে তারজন্য বিকাশ দুবেকে হস্তক্ষেপ করতে আবেদন করেছিল ৷ পুলিশের মতে ১ জুলাই রাহুলকে বিকাশ দুবে হুমকি দেয় ৷ এরপরের দিনই তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ৷
advertisement