‌ছত্তীসগড়ে নারকীয় ঘটনা!‌ দাদা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল পাঁচ বছরের বোনকে

Last Updated:
পুলিশ আপাতত ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩০২ ধারায় ও পকসো আইনে মামলা রুজু করেছে।
1/5
• এত বড় জঘন্য ঘটনা ঘটতে পারে, সেটা বোধহয় আন্দাজ করতে পারেননি পুলিশকর্মীরাও। কিন্তু যখন পুরো ঘটনা জানাজানি হল, তখন অভিযুক্ত নিজেই স্বীকার করল, সে নিজের তুতো বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। বোনের বয়স মাত্র পাঁচ। তাও দাদার লালসার শিকার হতে হয়েছে তাকে। চত্তীসগড়ের যশপুরের ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে পুলিশ প্রশাসন। (‌প্রতীকী ছবি)‌
• এত বড় জঘন্য ঘটনা ঘটতে পারে, সেটা বোধহয় আন্দাজ করতে পারেননি পুলিশকর্মীরাও। কিন্তু যখন পুরো ঘটনা জানাজানি হল, তখন অভিযুক্ত নিজেই স্বীকার করল, সে নিজের তুতো বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। বোনের বয়স মাত্র পাঁচ। তাও দাদার লালসার শিকার হতে হয়েছে তাকে। চত্তীসগড়ের যশপুরের ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে পুলিশ প্রশাসন। (‌প্রতীকী ছবি)‌
2/5
• ঘটনাটি ঘটেছে গত ২৪ জুলাই। পুলিশ জানিয়েছে, ওই দিন দাদা ভুলিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায় পাঁচ বছরের বোনকে। তারপর সেখানে চলে নারকীয় অত্যাচার। শেষে প্রমাণ লোপটা করতে বোনকে পাথর দিয়ে থেঁতলে খুন করে দাদা। পরে বাড়ির লোক সন্ধান করতে শুরু করলে জঙ্গলে ওই শিশুর দেহ উদ্ধার করা হয়। (‌প্রতীকী ছবি)‌
• ঘটনাটি ঘটেছে গত ২৪ জুলাই। পুলিশ জানিয়েছে, ওই দিন দাদা ভুলিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায় পাঁচ বছরের বোনকে। তারপর সেখানে চলে নারকীয় অত্যাচার। শেষে প্রমাণ লোপটা করতে বোনকে পাথর দিয়ে থেঁতলে খুন করে দাদা। পরে বাড়ির লোক সন্ধান করতে শুরু করলে জঙ্গলে ওই শিশুর দেহ উদ্ধার করা হয়। (‌প্রতীকী ছবি)‌
3/5
• পরিবারের তথ্যের সূত্র ধরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে অভিযুক্ত স্বীকার করে যে সে এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করা হয়েছিল, সেদিন দাদার সঙ্গে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি শিশুটি। সেই কারণেই আক্রান্ত শিশুর সন্ধান শুরু করে পুলিশ পরে দেহ মেলে জঙ্গলে। (‌প্রতীকী ছবি)‌
• পরিবারের তথ্যের সূত্র ধরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে অভিযুক্ত স্বীকার করে যে সে এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করা হয়েছিল, সেদিন দাদার সঙ্গে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি শিশুটি। সেই কারণেই আক্রান্ত শিশুর সন্ধান শুরু করে পুলিশ পরে দেহ মেলে জঙ্গলে। (‌প্রতীকী ছবি)‌
4/5
• অভিযুক্ত আরও জানিয়েছে, যাতে কেউ দেহ খুঁজে না পায়, তাই পাথর দিয়ে খুন করার পর বোনের দেহ একটি ঝর্ণার কাছে সে ফেলে দিয়ে এসেছিল। যাতে জলের তোড়ে সেটি ভেসে যায়। এই ভয়ানক কাণ্ড করার পর সে বাড়িও ফিরে আসে। কিন্তু পুলিশ পরে সন্ধান পায় দেহটির। (‌প্রতীকী ছবি)‌
• অভিযুক্ত আরও জানিয়েছে, যাতে কেউ দেহ খুঁজে না পায়, তাই পাথর দিয়ে খুন করার পর বোনের দেহ একটি ঝর্ণার কাছে সে ফেলে দিয়ে এসেছিল। যাতে জলের তোড়ে সেটি ভেসে যায়। এই ভয়ানক কাণ্ড করার পর সে বাড়িও ফিরে আসে। কিন্তু পুলিশ পরে সন্ধান পায় দেহটির। (‌প্রতীকী ছবি)‌
5/5
• প্রাথমিকভাবে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে হয়, তারপর পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে সে নিজের দোষ স্বীকার করে। পুলিশ আপাতত ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩০২ ধারায় ও পকসো আইনে মামলা রুজু করেছে। (‌প্রতীকী ছবি)‌
• প্রাথমিকভাবে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে হয়, তারপর পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে সে নিজের দোষ স্বীকার করে। পুলিশ আপাতত ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩০২ ধারায় ও পকসো আইনে মামলা রুজু করেছে। (‌প্রতীকী ছবি)‌