•আসলে, অভিযুক্তদের একজন গুরুগ্রামের খুবই দামী জায়গায় ডিএলএফ ফেজ ২-তে একটি বাড়িতে প্যাইং গেস্ট হিসেবে থাকত। এই যুবতীকে সেখানে আনা হয় এবং তার পরে তার তিন বন্ধু সেখানে পৌঁছয়৷ মহিলার ওপর অকথ্য অত্যাচার ও গণধর্ষণের করা হয়। নির্যাতিতা প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়, যার ফলে মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে।