Swiggy-Zomatoর ৪ ডেলিভারি বয় মিলে মহিলাকে গণধর্ষণ, মারধর!

Last Updated:
এই মহিলাকে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে ভর্তি করে। যেখানে তার চিকিৎসা চলছে।
1/6
•উত্তর প্রদেশের (Uttar Pradesh)হাতরাসের (Hathras) ঘটনাপ আঁচ কমতে না কমতেই হরিয়ানার (Hariyana) গুরুগ্রামে (Gurugram) ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটেছে। গণধর্ষণের পরে মেয়েটিকে মারধর করা হয়। অভিযোগ চার যুবক একসঙ্গে ৩২ বছর বয়সী এক মহিলাকে গণধর্ষণ করেছেন ।
•উত্তর প্রদেশের (Uttar Pradesh)হাতরাসের (Hathras) ঘটনাপ আঁচ কমতে না কমতেই হরিয়ানার (Hariyana) গুরুগ্রামে (Gurugram) ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটেছে। গণধর্ষণের পরে মেয়েটিকে মারধর করা হয়। অভিযোগ চার যুবক একসঙ্গে ৩২ বছর বয়সী এক মহিলাকে গণধর্ষণ করেছেন ।
advertisement
2/6
•গণধর্ষণের পরে মহিলাকে এলোপাতাড়ি মারধর করা হয়, এমনও অভিযোগ। হামলার কারণে মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে৷
•গণধর্ষণের পরে মহিলাকে এলোপাতাড়ি মারধর করা হয়, এমনও অভিযোগ। হামলার কারণে মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে৷
advertisement
3/6
•এরফলে তাঁকে সরকারি হাসপাতাল ভর্তি করতে হয়৷ প্রথমে দিল্লির সাফদারজং হাসপাতালে রেফার করা হয়েছিল। সাফদার জংয়ের পরে নির্যাতিতাকে গুরুগ্রামের মেদন্তে ভর্তি করা হয়।
•এরফলে তাঁকে সরকারি হাসপাতাল ভর্তি করতে হয়৷ প্রথমে দিল্লির সাফদারজং হাসপাতালে রেফার করা হয়েছিল। সাফদার জংয়ের পরে নির্যাতিতাকে গুরুগ্রামের মেদন্তে ভর্তি করা হয়।
advertisement
4/6
•গুরুগ্রাম পুলিশ এই অপরাধে জড়িত চার যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম পঙ্কজ, পবন, রঞ্জন ও গোবিন্দ। জানা গিয়েছে যে, অভিযুক্ত এই ৪ যুবক সুইগি ও জোমাটোতে ডেলিভারি বয় হিসাবে কাজ করে। ঘটনাটি ঘটে শহরের খুবই পশ এলাকা ডিএলএফ ফেজ ২-তে।
•গুরুগ্রাম পুলিশ এই অপরাধে জড়িত চার যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম পঙ্কজ, পবন, রঞ্জন ও গোবিন্দ। জানা গিয়েছে যে, অভিযুক্ত এই ৪ যুবক সুইগি ও জোমাটোতে ডেলিভারি বয় হিসাবে কাজ করে। ঘটনাটি ঘটে শহরের খুবই পশ এলাকা ডিএলএফ ফেজ ২-তে।
advertisement
5/6
•আসলে, অভিযুক্তদের একজন গুরুগ্রামের খুবই দামী জায়গায় ডিএলএফ ফেজ ২-তে একটি বাড়িতে প্যাইং গেস্ট হিসেবে থাকত। এই যুবতীকে সেখানে আনা হয় এবং তার পরে তার তিন বন্ধু সেখানে পৌঁছয়৷ মহিলার ওপর অকথ্য অত্যাচার ও গণধর্ষণের করা হয়। নির্যাতিতা প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়, যার ফলে মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে।
•আসলে, অভিযুক্তদের একজন গুরুগ্রামের খুবই দামী জায়গায় ডিএলএফ ফেজ ২-তে একটি বাড়িতে প্যাইং গেস্ট হিসেবে থাকত। এই যুবতীকে সেখানে আনা হয় এবং তার পরে তার তিন বন্ধু সেখানে পৌঁছয়৷ মহিলার ওপর অকথ্য অত্যাচার ও গণধর্ষণের করা হয়। নির্যাতিতা প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়, যার ফলে মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে।
advertisement
6/6
•দুপুর আড়াইটার নাগাদ নির্যাতিতাকে সরকারী হাসপাতালে আনা হয়েছিল এবং পরে তাকে দিল্লির সাফারজং হাসপাতালে রেফার করা হয়েছিল৷ কিন্তু পরে গুরুগ্রাম পুলিশ এই মহিলাকে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে ভর্তি করে। যেখানে তার চিকিৎসা চলছে।
•দুপুর আড়াইটার নাগাদ নির্যাতিতাকে সরকারী হাসপাতালে আনা হয়েছিল এবং পরে তাকে দিল্লির সাফারজং হাসপাতালে রেফার করা হয়েছিল৷ কিন্তু পরে গুরুগ্রাম পুলিশ এই মহিলাকে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে ভর্তি করে। যেখানে তার চিকিৎসা চলছে।
advertisement
advertisement
advertisement