Coronavirus| করোনা সঙ্কট কবে নাগাদ মিটতে পারে? WHO যা জানাল, তা মারাত্মক!
কিছু দেশ ধীরে ধীরে লকডাউন শিথিল করছে৷ ভারতও সেই পথেই এগোচ্ছে৷ এ হেন পরিস্থিতিতে হু-এর প্রধান স্পষ্ট বলছেন, বিপদ কাটা তো দূর, আরও ঘনাচ্ছে বিশ্বে৷ আরও বহু মৃত্যু দেখবে বিশ্ববাসী৷


করোনার মহামারী চলাকালীনই আরও একটি দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)৷ হু স্পষ্ট জানিয়ে দিল, করোনা ভাইরাসের খারাপ দিকটা এখনও দেখেনি বিশ্ব৷ সবে তো শুরু৷


বিশ্বজুড়ে ১ লক্ষ ৬৬ হাজার মানুষের মৃত্যুর পরেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, পরিস্থিতি আরও খারাপের দিকে এগোবে ৷ এখনও সেই খারাপ পরিস্থিতি আসেনি৷ তবে অদূর ভবিষ্যতেই তা আরও ভয়াবহ আকার নেবে৷


হু-এর প্রধান তেদ্রোস আধানম গেব্রেসুস-এর ট্যুইট, 'বিশ্ববাসীর ১ নম্বর শত্রু করোনা ভাইরাস৷ আরও খারাপ অবস্থা হতে চলেছে৷'


তিনি লিখছেন, 'বিশ্বাস করুন, আরও খারাপ পরিস্থিতি আসছে৷ এটা এমন একটি ভাইরাস, বহু মানুষ এর চরিত্রই জানে না৷ তাই আরও বড় সঙ্কটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি৷'


কিছু দেশ ধীরে ধীরে লকডাউন শিথিল করছে৷ ভারতও সেই পথেই এগোচ্ছে৷ এ হেন পরিস্থিতিতে হু-এর প্রধান স্পষ্ট বলছেন, বিপদ কাটা তো দূর, আরও ঘনাচ্ছে বিশ্বে৷ আরও বহু মৃত্যু দেখবে বিশ্ববাসী৷