Smoking-Covid 19: 'করোনার জেরে ধূমপায়ীদের ৫০% বেশি ভয়াবহ রোগের আশঙ্কা, হতে পারে মৃত্যুও!'
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বিশ্ব তামাক বর্জন দিবস ২০২১ (World No Tobacco Day 2021)-এর দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হুঁশিয়ারি। যাঁরা ধূমপান করেন, সিগারেট পান (Smokers) করেন তাঁদের করোনার (Coronavirus) জেরে প্রায় ৫০ শতাংশ বেশি রোগের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশ্ব তামাক বর্জন দিবস ২০২১ (World No Tobacco Day 2021)-এর দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হুঁশিয়ারি, যাঁরা ধূমপান করেন, সিগারেট পান (Smokers) করেন তাঁদের করোনার (Coronavirus) জেরে প্রায় ৫০ শতাংশ বেশি রোগের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। হতে পারে মৃত্যুও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস শুক্রবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন এই কথা। রবিবার ফের সেই হুঁশিয়ারিই দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন, 'কোভিড ১৯-এর জেরে ধূমপায়ীদের ৫০ শতাংশ বেশি সম্ভাবনা থাকে মারাত্মক রোগের শিকার হওয়ার। তাই করোনাভাইরাসের হাত থেকে রক্ষা এবং সুস্থ থাকলে ধূমপান ছেড়ে দেওয়া সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত। এর ফলে হার্টের রোগ, ক্যান্সার, শ্বাসনালীর সংক্রমণের মতো বড়সড় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে।'
advertisement
advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বিশ্বের প্রতিটি দেশকে এই ক্যাম্পেনে যোগ দিতে বলা হয়েছে। সিগারেট ছাড়া, তামাক বর্জন করার মতো চ্যালেঞ্জ নিতে উৎসাহ দেওয়া হয়েছে এই ক্যাম্পেনে। এর সঙ্গে অংশগ্রহণকারীদের আগামী ছয় মাস ধরে হোয়াটসঅ্যাপে, ভাইবার, ফেসবুক ম্যাসেঞ্জারে সিগারেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার নানা পথও বলা হবে বলে জানানো হয়েছে।