করোনায় 'ওয়ার্ক ফ্রম হোম'। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রযু্ক্তি কর্মী বাড়ি থেকে কাজ শুরু করেছেন। আর বাড়িতে কাজ করার সময় সব থেকে জরুরি হচ্ছে ওয়াইফাই, আর ওয়াইফাই-এর স্পিড। আপনার বাড়ির ওয়াইফাই-এর স্পিড বাড়ানোর জন্য মেনে চলুন সহজ কিছু টিপস
রাউটারকে কখনও অগ্রাজ্য করবেন না। রাউটার বাড়ির কোথায় রাখছেন তার উপরে ওয়াইফাই এর স্পিড নির্ভর করে। সবচেয়ে ভাল কভারেজ পেতে রাউটারকে বাড়ির মাঝের ঘরে রাখুন। মনে রাখবেন, ওয়াই-ফাই ওমনি-ডাইরেকশনালি ছড়ায়। এক কোনও রাখলে অর্ধেক সিগনাল বাড়ির বাইরে চলে যাবে। ফলে স্পিড কম হয়ে যাবে। নিয়মিত রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন।
প্রত্যেকটি ওয়াইফাই রাইটারের নিজস্ব একটি রেঞ্জ থাকে। আপনি যদি এই রেঞ্জের বাইরে চলে যান তাহলে আপনি ওয়াইফাই-এর ঠিক সিগন্যাল পাবেন না আর স্পিডো ঠিক থাকবে না। এর জন্য আপনি ওয়াইফাই রাউটারের সাথে বুস্টার ব্যবহার করুন। এতে ভাল স্পিড পাওয়া যাবে। রাউটার বুস্টার বা এক্সটেন্ডার-এর আলাদা আইপি হয় আর এই ডিভাইসটিকে রাউটারের পাসেই রাখা উচিত।