Coronavirus New Wave: HIV+ মহিলার শরীরে ২১৬ দিনে ৩২ বার করোনার চরিত্র বদল! নয়া ঝড়ের আশঙ্কায় কাঁপছে বিশ্ব
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
৩২ বার করোনা ভাইরাসের (Coronavirus) চরিত্র বদল, ২১৬ দিন পর করোনামুক্ত এইচআইভি (HIV Positive) আক্রান্ত মহিলা।
advertisement
advertisement
*সাধারণত কেউ করোনায় আক্রান্ত হলে ১৪দিন পর্যন্ত তাঁর শরীরে এই ভাইরাসের সংক্রমণ বজায় থাকে।ক্ষিণ আফ্রিকার কয়েকজন গবেষক ওই মহিলার উপর একটি গবেষণা করেছিলেন।তাতে জানা গিয়েছে, তাঁর শরীরে ২১৬ দিন পর্যন্ত বজায় ছিল করোনার সংক্রমণ।আর সেই সময় প্রায় ৩২ বার চরিত্র বদল করেছে ওই ভাইরাস। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গবেষক মহলে। ফাইল ছবি।
advertisement
advertisement
*রিপোর্টে প্রকাশিত, ২০০৬ সালে ওই মহিলা HIV আক্রান্ত হন। ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি করোনা আক্রান্ত হন। বৃহস্পতিবার মেডিক্যাল জার্নাল medRxiv-এ প্রকাশিত, ওই মহিলার দেহে E484K মিউটেশনের পর Alpha variant B.1.1.7 (UK-তে প্রথম মেলে) পাওয়া গিয়েছে। একইসঙ্গে N510Y মিউটেশনের জেরে তৈরি হয়েছে B.1.351 ভ্যারিয়েন্ট (সাউথ আফ্রিকায় প্রথম মেলে)। ফাইল ছবি।
advertisement
advertisement
