পুজোর জন্য করোনার বিধিনিষেধে ছাড় দিয়েছিল রাজ্য সরকার৷ প্রত্যাহার করা হয়েছিল নাইট কারফিউ৷ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামিকাল ২০ অক্টোবর সেই ছাড়ের সময়সীমা শেষ হচ্ছে৷ আগামিকাল রাত থেকেই ফের কড়া হাতে নাইট কারফিউয়ের বিধিনিষেধ কার্যকর করার জন্য পুলিশকে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ প্রতীকী ছবি, তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কিন্তু পুজোর সময় বিধিনিষেধে ছাড় দিলে এবং মানুষ স্বাস্থ্য বিধি না মেনে বাইরে বেরোলে যে সংক্রমণের হার বাড়তে পারে, আগেই সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা৷ সেই আশঙ্কাকে সত্যি করে পুজোর পর থেকে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাতশো ছাড়িয়ে গিয়েছে৷
Photo: Siddhartha Sarkar, তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
রাজ্য প্রশাসন অবশ্য মনে করছে, এখনও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি৷ মুখ্যসচিবও এ দিন পুলিশ, প্রশাসনের কর্তাদের সেই বার্তাই দিয়েছেন৷ একই সঙ্গে অবশ্য টিকাকরণের হার বাড়ানোর জন্যও নির্দেশ দিয়েছেন তিনি৷ বিশেষত কলকাতায় আক্রান্ত সংখ্যা কমানোর উপরে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব৷ তথ্য- সোমরাজ বন্দ্যোপাধ্যায়