Corona New Wave: ফের করোনার নয়া স্ট্রেনের সন্ধান, ৭০ শতাংশ আক্রান্তের শরীরে মিলছে 'Eek' ভাইরাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ফের নয়া এক স্ট্রেনের সন্ধান মিলল জাপানে। যা নিয়ে ফের নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে কি দ্বিতীয় ঢেউ সামাল দেওয়ার আগে ফের তৃতীয় ঢেউ আছড়ে পড়বে বিশ্বে?
advertisement
advertisement
advertisement
advertisement
*দেশের চিকিৎসকরা জানিয়েছেন, ২ মাসে ৩৬ জন করোনা আক্রান্তের মধ্যে ১২ জনের শরীরে এই নয়া স্ট্রেনের সন্ধান মিলেছে। যাদের মদঝ্যে কারও বিদেশে যাওয়া বা অন্যও কোনও দেশ থেকে আসা কারও সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগের কোনও রেকর্ড নেই। ফলে বিজ্ঞানীরা একপ্রকার নিশ্চিত ভাইরাসের মিউটেশনের ফলে এই নয়া স্ট্রেন তৈরি হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement