করোনার জেরে রাস্তায় কমেছে প্রায় ২০ শতাংশ গাড়ি, ফাঁকা রাস্তাঘাট, দেখুন ছবি

Last Updated:
1/7
• করোনা আতঙ্ক এবার শহরের রাস্তাতেও। সোমবার সপ্তাহের প্রথম দিন শহরের সর্বত্র গড়ে গাড়ির সংখ্যা কুড়ি শতাংশ কম। জানাচ্ছে লালবাজার। গাড়ি চলাচল কম থাকায় শহরে এদিন যানজটও নেই কোথাও। যারা রাস্তায় বেরিয়েছেন, তারা উত্তর থেকে দক্ষিণ পৌঁছেছেন অনেক কম সময়ে।
• করোনা আতঙ্ক এবার শহরের রাস্তাতেও। সোমবার সপ্তাহের প্রথম দিন শহরের সর্বত্র গড়ে গাড়ির সংখ্যা কুড়ি শতাংশ কম। জানাচ্ছে লালবাজার। গাড়ি চলাচল কম থাকায় শহরে এদিন যানজটও নেই কোথাও। যারা রাস্তায় বেরিয়েছেন, তারা উত্তর থেকে দক্ষিণ পৌঁছেছেন অনেক কম সময়ে।
advertisement
2/7
• লালবাজার সূত্রের খবর, গুরুত্বপূর্ণ মোড় গুলিতে এদিন যানজট লক্ষ্য করা যায়নি। অফিস টাইমে গাড়ির গতি ছিল একেবারেই স্বাভাবিক। বাইপাসে এদিন গড়ে প্রায় ৩০ শতাংশ গাড়ি কম ছিল।
• লালবাজার সূত্রের খবর, গুরুত্বপূর্ণ মোড় গুলিতে এদিন যানজট লক্ষ্য করা যায়নি। অফিস টাইমে গাড়ির গতি ছিল একেবারেই স্বাভাবিক। বাইপাসে এদিন গড়ে প্রায় ৩০ শতাংশ গাড়ি কম ছিল।
advertisement
3/7
• মা উড়ালপুল দিয়ে কুড়ি শতাংশ কম গাড়ি যাতায়াত করেছে। শিয়ালদহ এবং পার্কসার্কাস এলাকায়। অন্যদিনের, তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ কম গাড়ি চলাচল করেছে। একই ছবি ধর্মতলা ও শ্যামবাজার এলাকাতেও। সেখানেও গড়ে ১৫ থেকে ২০ শতাংশ গাড়ি ছিল কম।
• মা উড়ালপুল দিয়ে কুড়ি শতাংশ কম গাড়ি যাতায়াত করেছে। শিয়ালদহ এবং পার্কসার্কাস এলাকায়। অন্যদিনের, তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ কম গাড়ি চলাচল করেছে। একই ছবি ধর্মতলা ও শ্যামবাজার এলাকাতেও। সেখানেও গড়ে ১৫ থেকে ২০ শতাংশ গাড়ি ছিল কম।
advertisement
4/7
• লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম জানাচ্ছে সকাল ৯ টা থেকে ১১টা অবধি অর্থাৎ 'পিক আওয়া'রে শহরের কোথাও কোনো যানজটের খবর আসেনি। অস্বাভাবিক ভাবে গাড়ির সংখ্যা অনেকটাই কমে যাওয়ার পেছনে তিনটি কারণকে চিহ্নিত করেছে পুলিশ।
• লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম জানাচ্ছে সকাল ৯ টা থেকে ১১টা অবধি অর্থাৎ 'পিক আওয়া'রে শহরের কোথাও কোনো যানজটের খবর আসেনি। অস্বাভাবিক ভাবে গাড়ির সংখ্যা অনেকটাই কমে যাওয়ার পেছনে তিনটি কারণকে চিহ্নিত করেছে পুলিশ।
advertisement
5/7
• প্রথমত, স্কুল-কলেজগুলিতে ছুটি থাকায় কমেছে গাড়ির সংখ্যা। দ্বিতীয়ত এদিন কোথাও কোন মিটিং মিছিল হয়নি এবং তৃতীয় সবথেকে বড় যে কারণটি তারা খুঁজে বের করেছেন তা হল করোনা আতঙ্ক।
• প্রথমত, স্কুল-কলেজগুলিতে ছুটি থাকায় কমেছে গাড়ির সংখ্যা। দ্বিতীয়ত এদিন কোথাও কোন মিটিং মিছিল হয়নি এবং তৃতীয় সবথেকে বড় যে কারণটি তারা খুঁজে বের করেছেন তা হল করোনা আতঙ্ক।
advertisement
6/7
• এই আতঙ্কের জেরেই বহু মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। আর তার ফলেই শহরের রাস্তায় গাড়ির সংখ্যা অনেকটাই কম।
• এই আতঙ্কের জেরেই বহু মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। আর তার ফলেই শহরের রাস্তায় গাড়ির সংখ্যা অনেকটাই কম।
advertisement
7/7
• লালবাজারের এক কর্তা বলেন, "আমরা লক্ষ্য করেছি যে আজ শহরে গাড়ির সংখ্যা অন্য দিনের তুলনায় অনেক কম। সব জায়গায় যান চলাচল একদম স্বাভাবিক ছিল।"
• লালবাজারের এক কর্তা বলেন, "আমরা লক্ষ্য করেছি যে আজ শহরে গাড়ির সংখ্যা অন্য দিনের তুলনায় অনেক কম। সব জায়গায় যান চলাচল একদম স্বাভাবিক ছিল।"
advertisement
advertisement
advertisement