Unlock 1.0| জট কাটার ইঙ্গিত মেলেনি, দীর্ঘ অপেক্ষার পরেও শুরু হল না টলিপাড়ার শ্যুটিং
- Published by:Shubhagata Dey
Last Updated:
টলিপাড়ার শুটিং ১০ জুন শুরু হওয়ার কথা ছিল । কিন্তু বিমা নিয়ে টানাপোড়েনে জেরে তা শুরু হল না ।
advertisement
advertisement
advertisement
*শুটিং শুরু না হওয়ার প্রধান কারণ আর্টিস্টস ফোরাম তাদের সদস্যদের স্বাস্থ্য ও সুরক্ষা বিমা নিয়ে যে প্রস্তাবগুলি রেখেছিল বাকি তিনটি পক্ষের কাছে, তার মধ্যে একটিতে সহমত হচ্ছেন না প্রযোজকরা এবং চ্যানেল কর্তৃপক্ষ । তাই জট কাটাতে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে টেকনিশিয়ানস স্টুডিওতে বৈঠকে বসে ডব্লিউএটিপি, ফেডারেশন, আর্টিস্ট'স ফোরাম ও বিনোদন চ্যানেলের প্রতিনিধিরা ।
advertisement
advertisement
*আর্টিস্ট'স ফোরামের কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী জানান, 'আমরা বলেছিলাম আমাদের শুটিং করতে কোনও বাধা নেই। কিন্তু এখনও বিমার নথি হাতে আসেনি। তাই আর্টিস্টদের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা চ্যানেল ও প্রযোজকদের অনুরোধ করেছিলাম, এই সময়ের মধ্যে কোনও অঘটন ঘটলে তার দায়িত্ত্ব যেন তাঁরা নেন, কিন্তু সেটা মানতে তাঁরা নারাজ। '
advertisement
*এ দিকে, ডব্লিউএটিপি-র প্রেসিডেন্ট শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ' আমরা এবং চ্যানেল শুটিং শুরু করতে প্রস্তুত ছিলাম। কিন্তু যে দাবি আর্টিস্ট'স ফোরাম করেছে, সেটা চ্যানেল বা আমাদের পক্ষে মানা সম্ভব নয়। আগামিকাল শ্যুটিং শুরু না হলে চ্যানেল অনির্দিষ্টকালের জন্য শ্যুটিং শুরু করা স্থগিত করে দিতে পারে।' সংগৃহীত ছবি ।
advertisement