Corona 3rd Wave: আগামী ২-৪ সপ্তাহের মধ্যেই দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ!

Last Updated:
করোনা ভাইরাসের (Coronavirus) প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের চরিত্র পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আসন্ন তূতীয় ঢেউয়ে (coronavirus 3rd Wave) মোট সংক্রমণের ১০ শতাংশ আসবে শিশুদের থেকে ।
1/5
• করোনার দ্বিতীয় ঢেউ (Coronavirus 2nd Wave)-এর ধাক্কা কোনওমতে প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে ভারত । বহু সাধারণ মানুষ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত সেবাদান ও মৃত্যুর বিনিময়ে দেশে আবারও নিম্নমূখী হয়েছে করোনার সংক্রমণ । কিন্তু বিশেষজ্ঞরা বারবারই সচেতন করছেন, এখানেই শেষ নয় । আরও ভয়ঙ্কর, আরও মারাত্মক আকারে ফিরতে চলেছে করোনার তৃতীয় ঢেউ (Coronavirus 3rd Wave) । যাতে আবারও টালমাটাল হবে গোটা দেশ । তাই সতর্ক হতে হবে এখনই, এই মুহূর্ত থেকে ।
• করোনার দ্বিতীয় ঢেউ (Coronavirus 2nd Wave)-এর ধাক্কা কোনওমতে প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে ভারত । বহু সাধারণ মানুষ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত সেবাদান ও মৃত্যুর বিনিময়ে দেশে আবারও নিম্নমূখী হয়েছে করোনার সংক্রমণ । কিন্তু বিশেষজ্ঞরা বারবারই সচেতন করছেন, এখানেই শেষ নয় । আরও ভয়ঙ্কর, আরও মারাত্মক আকারে ফিরতে চলেছে করোনার তৃতীয় ঢেউ (Coronavirus 3rd Wave) । যাতে আবারও টালমাটাল হবে গোটা দেশ । তাই সতর্ক হতে হবে এখনই, এই মুহূর্ত থেকে ।
advertisement
2/5
• আর এই ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে শিশুরা । যে কারণে তাদের সুরক্ষায় বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি । শিশুদের সেফ হোম থেকে শুরু করে হাসপাতালে আলাদা ওয়ার্ডের ব্যবস্থাও রাখা হয়েছে । মহারাষ্ট্র সরকার (Maharashtra) বহুদিন আগে থেকেই শিশুদের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সেরে রেখেছে । বিশেষজ্ঞরা বলছেন, আগামী২-৪ সপ্তাহের মধ্যেই মহারাষ্ট্রে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ । তবে যে শিশুরা বাইরে বের হয় না, তাদের ক্ষেত্রে সংক্রমণের ভয় কম এমনটাই জানিয়েছে মহারাষ্ট্রের টাস্ক ফোর্স ।
• আর এই ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে শিশুরা । যে কারণে তাদের সুরক্ষায় বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি । শিশুদের সেফ হোম থেকে শুরু করে হাসপাতালে আলাদা ওয়ার্ডের ব্যবস্থাও রাখা হয়েছে । মহারাষ্ট্র সরকার (Maharashtra) বহুদিন আগে থেকেই শিশুদের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সেরে রেখেছে । বিশেষজ্ঞরা বলছেন, আগামী২-৪ সপ্তাহের মধ্যেই মহারাষ্ট্রে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ । তবে যে শিশুরা বাইরে বের হয় না, তাদের ক্ষেত্রে সংক্রমণের ভয় কম এমনটাই জানিয়েছে মহারাষ্ট্রের টাস্ক ফোর্স ।
advertisement
3/5
• সম্প্রতি সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের উপস্থিতিতে একটি মিটিংয়ে টাস্ক ফোর্স আশঙ্কা প্রকাশ করে, দ্বিতীয় ঢেউয়ের থেকেও আরও মারাত্মক হতে পারে তৃতীয় ঢেউ । সংক্রমণের হার হবে দ্বি-গুণ । সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছতে পারে ৮ লাখে । আগের দুই ঢেউয়ের চরিত্র পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ঢেউয়ে সংক্রমণের ১০ শতাংশ আসবে শিশুদের থেকে । তাই সমস্ত দিক থেকে সতর্ক থাকতে হবে প্রশাসনকে ।
• সম্প্রতি সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের উপস্থিতিতে একটি মিটিংয়ে টাস্ক ফোর্স আশঙ্কা প্রকাশ করে, দ্বিতীয় ঢেউয়ের থেকেও আরও মারাত্মক হতে পারে তৃতীয় ঢেউ । সংক্রমণের হার হবে দ্বি-গুণ । সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছতে পারে ৮ লাখে । আগের দুই ঢেউয়ের চরিত্র পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ঢেউয়ে সংক্রমণের ১০ শতাংশ আসবে শিশুদের থেকে । তাই সমস্ত দিক থেকে সতর্ক থাকতে হবে প্রশাসনকে ।
advertisement
4/5
• আমেরিকাতেও করোনার একইরকম বিস্তার দেখা গিয়েছিল । দ্বিতীয় ঢেউ শেষ হওয়ার ৪ সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউ আছড়ে পড়েছিল সেখানে । বর্তমানে মহারাষ্ট্রের বেশ কিছু শহরে লকডাউন শিথিল করা হয়েছে । পুণে, নাগপুর, মুম্বইয়ের মতো সবচেয়ে বেশি সংক্রমিত শহরগুলিতেও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ।
• আমেরিকাতেও করোনার একইরকম বিস্তার দেখা গিয়েছিল । দ্বিতীয় ঢেউ শেষ হওয়ার ৪ সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউ আছড়ে পড়েছিল সেখানে । বর্তমানে মহারাষ্ট্রের বেশ কিছু শহরে লকডাউন শিথিল করা হয়েছে । পুণে, নাগপুর, মুম্বইয়ের মতো সবচেয়ে বেশি সংক্রমিত শহরগুলিতেও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ।
advertisement
5/5
• এ দিকে বুধবারও মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজারের উপর । ২৩৭ জনের মৃত্যু হয়েছিল । শুধু মুম্বইয়ে নতুন আক্রান্ত হয়েছিলেন ৮২১ জন, মৃত্যু হয়েছিল ১১ জনের ।
• এ দিকে বুধবারও মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজারের উপর । ২৩৭ জনের মৃত্যু হয়েছিল । শুধু মুম্বইয়ে নতুন আক্রান্ত হয়েছিলেন ৮২১ জন, মৃত্যু হয়েছিল ১১ জনের ।
advertisement
advertisement
advertisement