▪করোনার জন্য স্কুল বন্ধ হয়েছে বেশ কিছুদিন৷ ফের কবে স্কুলমুখো হতে পারবে পড়ুয়ারা সেই নিশ্চয়তা এখনও নেই৷ শিক্ষক-পড়ুয়ার সাক্ষাৎ বন্ধ হয়েছে৷ তাই তাদের জন্যই বিশেষ ব্যবস্থা করল স্কুল কর্তৃপক্ষ৷ছাত্র-ছাত্রীদের বাড়ির দোরগোড়া এলেন শিক্ষক শিক্ষিকারা৷ বার্তা দিয়ে গেলেন আমরা লড়ত সক্ষম! করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতব!