শিক্ষকরা যখন বন্ধু, 'করোনা' আতঙ্কিত মার্কিন পড়ুয়াদের যেভাবে আনন্দ দিলেন শিক্ষকরা, দেখুন ছবি

Last Updated:
1/6
▪করোনার জন্য স্কুল বন্ধ হয়েছে বেশ কিছুদিন৷ ফের কবে স্কুলমুখো হতে পারবে পড়ুয়ারা সেই নিশ্চয়তা এখনও নেই৷ শিক্ষক-পড়ুয়ার সাক্ষাৎ বন্ধ হয়েছে৷ তাই তাদের জন্যই বিশেষ ব্যবস্থা করল স্কুল কর্তৃপক্ষ৷ ছাত্র-ছাত্রীদের বাড়ির দোরগোড়া এলেন শিক্ষক শিক্ষিকারা৷ বার্তা দিয়ে গেলেন আমরা লড়ত সক্ষম! করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতব!
▪করোনার জন্য স্কুল বন্ধ হয়েছে বেশ কিছুদিন৷ ফের কবে স্কুলমুখো হতে পারবে পড়ুয়ারা সেই নিশ্চয়তা এখনও নেই৷ শিক্ষক-পড়ুয়ার সাক্ষাৎ বন্ধ হয়েছে৷ তাই তাদের জন্যই বিশেষ ব্যবস্থা করল স্কুল কর্তৃপক্ষ৷ ছাত্র-ছাত্রীদের বাড়ির দোরগোড়া এলেন শিক্ষক শিক্ষিকারা৷ বার্তা দিয়ে গেলেন আমরা লড়ত সক্ষম! করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতব!
advertisement
2/6
▪মূলত ঘরে থাকা ছাত্র-ছাত্রীদের উদজীবিত করতেই এই পদক্ষেপ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লট শহরে এই অভিনব উদ্যোগে ছোটা খুবই খুশি৷ শিক্ষকদের এমন ব্যবহারে তাদের মুখে হাসি ফুটেছে৷
▪মূলত ঘরে থাকা ছাত্র-ছাত্রীদের উদজীবিত করতেই এই পদক্ষেপ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লট শহরে এই অভিনব উদ্যোগে ছোটা খুবই খুশি৷ শিক্ষকদের এমন ব্যবহারে তাদের মুখে হাসি ফুটেছে৷
advertisement
3/6
▪অভিভাবকদের সঙ্গে আগে কথা হয়ে গিয়েছিল৷ তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে শুক্রবার নাগাদ এভাবে পড়ুয়াদের বাড়ির সামনে দিয়ে হবে কার প্যারেড বা গাড়ির মিছিল৷ এতে কোনও সমস্যা নেই৷ কারণ কেউ কারও সংস্পর্ষে আসবেন না৷ সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখেই সবার সঙ্গে আবার সাক্ষাৎ হবে!
▪অভিভাবকদের সঙ্গে আগে কথা হয়ে গিয়েছিল৷ তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে শুক্রবার নাগাদ এভাবে পড়ুয়াদের বাড়ির সামনে দিয়ে হবে কার প্যারেড বা গাড়ির মিছিল৷ এতে কোনও সমস্যা নেই৷ কারণ কেউ কারও সংস্পর্ষে আসবেন না৷ সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখেই সবার সঙ্গে আবার সাক্ষাৎ হবে!
advertisement
4/6
▪যেমন ভাবা তেমন কাজ৷ তবে শুক্রবার থেকে এক প্রকার লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন৷ তাই তড়িঘড়ি বুধবার ছাত্রছাত্রীদের বাড়ির সামনে এমনভাবেই পৌঁছে গেলেন শিক্ষকরা৷
▪যেমন ভাবা তেমন কাজ৷ তবে শুক্রবার থেকে এক প্রকার লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন৷ তাই তড়িঘড়ি বুধবার ছাত্রছাত্রীদের বাড়ির সামনে এমনভাবেই পৌঁছে গেলেন শিক্ষকরা৷
advertisement
5/6
▪গৃহবন্দী দশায় সর্বক্ষণ করোনা নিয়েই চলছে আলোচনা৷ সে সময় সকলের মনোবল বাড়াতে গাড়িতে থাকল নানাবিধ লেখা৷ যেমন আমরা লড়াই করে জিতব৷ বা আবার শীঘ্রই দেখা হবে, এমন সব লাইন৷
▪গৃহবন্দী দশায় সর্বক্ষণ করোনা নিয়েই চলছে আলোচনা৷ সে সময় সকলের মনোবল বাড়াতে গাড়িতে থাকল নানাবিধ লেখা৷ যেমন আমরা লড়াই করে জিতব৷ বা আবার শীঘ্রই দেখা হবে, এমন সব লাইন৷
advertisement
6/6
▪বাড়ির সামনে এসে গাড়়ির হর্ন বাজিয়ে শিক্ষকরা সবাইকে উৎসাহিত করলেন৷ পুরো ব্যপারটাই হল পুলিশি নজরদারিতে৷ এই কর্মকাণ্ডে সামিল হয়েছিলেন হক রিজ এলিমন্টারি স্কুলের প্রায় ২০জন শিক্ষক৷ সকলকে অভিবাদন জানিয়ে খুশি থাকার বার্তা দিয়ে গেলেন তারা৷
▪বাড়ির সামনে এসে গাড়়ির হর্ন বাজিয়ে শিক্ষকরা সবাইকে উৎসাহিত করলেন৷ পুরো ব্যপারটাই হল পুলিশি নজরদারিতে৷ এই কর্মকাণ্ডে সামিল হয়েছিলেন হক রিজ এলিমন্টারি স্কুলের প্রায় ২০জন শিক্ষক৷ সকলকে অভিবাদন জানিয়ে খুশি থাকার বার্তা দিয়ে গেলেন তারা৷
advertisement
advertisement
advertisement