শনিবার রাশিয়ার মোট ৭০ টি কেন্দ্র থেকে টিকাকরণের কাজ শুরু হয়েছে। এক স্কুল শিক্ষক রয়টার্সকে এই প্রসঙ্গে জানান, তাঁর মোবাইলে একটি মেসেজ আসে সরকারের তরফে। সেখানে পরিষ্কার জানানো হয়, আপনি স্কুলে ছাত্র পড়ান, কোভিড ভ্যাকসিনের বিষয়ে আপনার অগ্রাধিকার কয়েছে। আপনি বিনামূল্যে এই ভ্যাকসিন পাবেন।