বুধবার ডিসিজিআই করোনার সিঙ্গেল ডোজ ভ্যাকসিন স্পুটনিক লাইটের (Sputnik single dose vaccine) তৃতীয় ধাপের ট্রায়াল পরিচালনা করার জন্য ফার্মা কোম্পানি ড: রেড্ডি-কে অনুমোদন দিল। এই ধাপ পেরোলেই আসবে সুখবর। করোনা টিকার দুটি বা তিনটি ডোজ নয় , একটি ডোজেই বাজিমাত করবে স্পুটনিক লাইটের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। এই পরীক্ষা কলকাতায় শুরু হচ্ছে এই মাসের শেষের দিকেই। সব তথ্য -অভিজিৎ চন্দ
করোনা টিকার এই রাজ্যের ফেলিসিটেটর স্নেহেন্দু কোনার জানাচ্ছেন, এই রাজ্যে স্পুটনিক ভি-এর প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল আমাদেরই রিসার্চ টিমই করেছিল এবং ডিসিজিআই অনুমোদনের পর ওই ভ্যাকসিনটি এখন রাজ্য তথা দেশে দেওয়া হচ্ছে। যেহেতু স্পুটনিক লাইট ভ্যাকসিনটি দেশীয় সংস্থা তৈরি করবে তাই মূল্যও কম হতে পারে। আর যেহেতু এই টিকাটির ক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষা করতে হবে না তাই সকলেই খুব আগ্রহী হবে বলে আশা করি।