ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘরে বসেই শিলিগুড়ির সেন্ট্রাল কলোনীর পুজো-অঞ্জলি-সন্ধিপুজো, দেখুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বিশেষজ্ঞেরা বলছেন পুজো দেখুন নেটে। সেই পথেই পা মেলাল শিলিগুড়ির অন্যতম বড় পুজো কমিটি সেন্ট্রাল কলোনী।
*কোভিড আবহে এবারে বাঙালির সেরা পার্বন। মন ভাল নেই পুজো উদ্যোক্তা থেকে শহরবাসীর। দূর থেকে মাতৃ দর্শন করতে হবে যে। হেঁটে পুজো দেখা নয় এবারে। উলটে বিশেষজ্ঞেরা বলছেন পুজো দেখুন নেটে। সেই পথেই পা মেলালো শিলিগুড়ির অন্যতম বড় পুজো কমিটি সেন্ট্রাল কলোনী। ক্লাবের নামেই ইউটিউব চ্যানেল খুলেছে। ইউটিউবে ক্লাবের নাম সার্চ করলেই ঘরে বসেই দেখা যাবে পুজো। পঞ্চমী থেকে দশমী নেটেই দেখতে পাওয়া যাবে পুজো। ভিড় এড়াতেই এই উদ্যোগ নিয়েছে সেন্ট্রাল কলোনীর।
advertisement
advertisement
*প্রতিবছর এই পুজোতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তো দর্শনার্থীদের ভিড়। তিল ধারনের জায়গা থাকতো না। এবারে হাইকোর্টের রায় মেনেই দর্শনার্থীদের প্রবেশ করানো হবে। মাঠজুড়ে কোভিড সচেতনতায় নানান ফেস্টুন। পুজোর দিনগুলোতেও চলবে কোভিড মোকাবিলায় কী কী করবেন আর কী করবেন না সচেতনতামূলক প্রচার।
advertisement
advertisement
*করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে কলেজপাড়া দূর্গা পুজা কমিটিও। দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে থাকবে হাইকোর্টের রায়। গণ্ডি আঁকা হয়েছে। প্রবেশের মুখে থার্মাল চেকিং করা হবে। স্যানিটাইজার টানেলের মধ্য দিয়ে মণ্ডপে প্রবেশ। মণ্ডপের সামনেই এক শয্যার বেড রাখা হয়েছে। অক্সিজেন সিলিণ্ডার সহ প্রয়োজনীয় ওষুধ রাখা হয়েছে। মাস্ক ছাড়া প্রতিমা দর্শন একেবারেই না। পুজো উদ্যোক্তারা কোভিড বিধি মেনেই উৎসব পালন করবে বলে জানিয়েছেন।