Sputnik V In India: রাশিয়ার স্পুটনিক ভি এ বার দেশেই তৈরি করার অনুমতি পেল সেরাম

Last Updated:
পরীক্ষা ও বিশ্লেষণের পরেই উৎপাদন করা যাবে স্পুটনিক ভি । তবে এখনই এই ভ্যাকসিন বাণিজ্যিক ভাবে বিক্রি করা যাবে না ।
1/7
• আগেই ভারতে পা রেখেছিল রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V) টিকা । এ বার তা ভারতেই তৈরির ছাড়পত্র পেল সেরাম ইনস্টিটিউট (Serum Institute of India) । দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (DGCI) সেরামকে রাশিয়ার এই করোনা ভ্যাকসিনের উপর পরীক্ষা ও বিশ্লেষণ করার অনুমতি দিয়েছে ।
• আগেই ভারতে পা রেখেছিল রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V) টিকা । এ বার তা ভারতেই তৈরির ছাড়পত্র পেল সেরাম ইনস্টিটিউট (Serum Institute of India) । দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (DGCI) সেরামকে রাশিয়ার এই করোনা ভ্যাকসিনের উপর পরীক্ষা ও বিশ্লেষণ করার অনুমতি দিয়েছে ।
advertisement
2/7
•  পরীক্ষা ও বিশ্লেষণের পরেই উৎপাদন করা যাবে স্পুটনিক ভি । তবে এখনই এই ভ্যাকসিন বাণিজ্যিক ভাবে বিক্রি করা যাবে না । সাধারণ মানুষের জন্য বিপুল পরিমাণে উৎপাদনে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে ।
• পরীক্ষা ও বিশ্লেষণের পরেই উৎপাদন করা যাবে স্পুটনিক ভি । তবে এখনই এই ভ্যাকসিন বাণিজ্যিক ভাবে বিক্রি করা যাবে না । সাধারণ মানুষের জন্য বিপুল পরিমাণে উৎপাদনে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে ।
advertisement
3/7
• রাশিয়ার 'গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি'-র সঙ্গে যৌথ ভাবে এই টিকা (Sputnik V) তৈরি করবে সেরাম।
• রাশিয়ার 'গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি'-র সঙ্গে যৌথ ভাবে এই টিকা (Sputnik V) তৈরি করবে সেরাম।
advertisement
4/7
• এর আগে স্পুটনিক ভি টিকাকরণের জন্য অ্যাপোলো হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ডঃ রেড্ডি'স ল্যাবোরেটরিজ। দেশের বেশ কিছু বড় শহরে এই টিকাকরণ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে । গত ১৪ মে এই টিকার প্রথম ডোজ দেওয়া হয় ডক্টর রেড্ডিস ল্যাবের আধিকারিক দীপক শাপরাকে। এই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা যাবে কোউইনের মাধ্যমেই।
• এর আগে স্পুটনিক ভি টিকাকরণের জন্য অ্যাপোলো হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ডঃ রেড্ডি'স ল্যাবোরেটরিজ। দেশের বেশ কিছু বড় শহরে এই টিকাকরণ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে । গত ১৪ মে এই টিকার প্রথম ডোজ দেওয়া হয় ডক্টর রেড্ডিস ল্যাবের আধিকারিক দীপক শাপরাকে। এই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা যাবে কোউইনের মাধ্যমেই।
advertisement
5/7
•  দেশের প্রায় ৬০টি জায়গায় টিকা দেওয়া শুরু হচ্ছে। হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমের পর টিকা দেওয়া হবে কলকাতা, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে আমেদাবাদ ও চেন্নাইতে।
• দেশের প্রায় ৬০টি জায়গায় টিকা দেওয়া শুরু হচ্ছে। হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমের পর টিকা দেওয়া হবে কলকাতা, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে আমেদাবাদ ও চেন্নাইতে।
advertisement
6/7
• অ্যাডিনোভাইরাস সম্বলিত টিকা স্পুটনিক ভি দিয়েই রাশিয়ায় গণ টিকাকরণ হয়েছে। এই টিকাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের ৫৯টিরও বেশি দেশ। এই টিকা গ্যাম-কোভিড-ভ্যাক নামেও পরিচিত। মূলত দুটি অ্যাডিনোভাইরাস দিয়ে তৈরি স্পুটনিক ভি।
• অ্যাডিনোভাইরাস সম্বলিত টিকা স্পুটনিক ভি দিয়েই রাশিয়ায় গণ টিকাকরণ হয়েছে। এই টিকাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের ৫৯টিরও বেশি দেশ। এই টিকা গ্যাম-কোভিড-ভ্যাক নামেও পরিচিত। মূলত দুটি অ্যাডিনোভাইরাস দিয়ে তৈরি স্পুটনিক ভি।
advertisement
7/7
• সেরাম’কে টিকা তৈরিতে ৪টি শর্তে অনুমোদন দিয়েছে ডিজিসিআই। গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে সেল ব্যাঙ্ক ও ভাইরাস স্টক এবং প্রযুক্তি হস্তান্তরের চুক্তিপত্র জমা দিতে হবে। সেল ব্যাঙ্ক ও ভাইরাস স্টকের আমদানি ছাড়পত্রও দেখাতে হবে সেরামকে।
• সেরাম’কে টিকা তৈরিতে ৪টি শর্তে অনুমোদন দিয়েছে ডিজিসিআই। গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে সেল ব্যাঙ্ক ও ভাইরাস স্টক এবং প্রযুক্তি হস্তান্তরের চুক্তিপত্র জমা দিতে হবে। সেল ব্যাঙ্ক ও ভাইরাস স্টকের আমদানি ছাড়পত্রও দেখাতে হবে সেরামকে।
advertisement
advertisement
advertisement