Plasma Therapy on Covid-19: করোনায় কার্যকরী নয়, বাদ গেল প্লাজমা থেরাপি চিকিৎসা

Last Updated:
বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে, করোনা সংক্রমণকে আর রোধ করতে পারছে না প্লাজমা থেরাপি । ফলে করোনার চিকিৎসা পদ্ধতির নির্দেশিকা থেকে বাদ দেওয়া হল এই থেরাপি ।
1/5
• করোনা সংক্রমণের শুরুর দিকে একমাত্র এই চিকিৎসা পদ্ধতিকেই হাতিয়ার করে এগচ্ছিলেন চিকিৎসকরা । সে সময় সঙ্কটজনক করোনা রোগীর ক্ষেত্রে কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপি (Plasma Therapy) ছিল অত্যাবশ্যকীয় চিকিৎসা পদ্ধতি ।
• করোনা সংক্রমণের শুরুর দিকে একমাত্র এই চিকিৎসা পদ্ধতিকেই হাতিয়ার করে এগচ্ছিলেন চিকিৎসকরা । সে সময় সঙ্কটজনক করোনা রোগীর ক্ষেত্রে কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপি (Plasma Therapy) ছিল অত্যাবশ্যকীয় চিকিৎসা পদ্ধতি ।
advertisement
2/5
• কিন্তু ধীরে ধীরে রোগের ধরন বদলেচ্ছে, মিউটেশন হয়েছে ভাইরাসেরও । ফলে তেমন ভাবে আর কাজ করছে না প্লাজমা থেরাপিও । আর এই কারণেই সেটি হলে গিয়েছে বাদের খাতায় ।
• কিন্তু ধীরে ধীরে রোগের ধরন বদলেচ্ছে, মিউটেশন হয়েছে ভাইরাসেরও । ফলে তেমন ভাবে আর কাজ করছে না প্লাজমা থেরাপিও । আর এই কারণেই সেটি হলে গিয়েছে বাদের খাতায় ।
advertisement
3/5
• জাতীয় কোভিড টাস্ক ফোর্স জানাচ্ছে, কোভিড চিকিৎসায় এই পদ্ধতি কার্যকর নয় । বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে, করোনা সংক্রমণকে আর রোধ করতে পারছে না প্লাজমা থেরাপি । ফলে  করোনার চিকিৎসা পদ্ধতির  নির্দেশিকা থেকে বাদ দেওয়া হল এই থেরাপি ।
• জাতীয় কোভিড টাস্ক ফোর্স জানাচ্ছে, কোভিড চিকিৎসায় এই পদ্ধতি কার্যকর নয় । বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে, করোনা সংক্রমণকে আর রোধ করতে পারছে না প্লাজমা থেরাপি । ফলে করোনার চিকিৎসা পদ্ধতির নির্দেশিকা থেকে বাদ দেওয়া হল এই থেরাপি ।
advertisement
4/5
• আইএসিএমআরের প্রধান গবেষক বলরাম ভার্গব ও এইমসের পরিচালক রনদীপ গুলেরিয়া টাস্ক ফোর্সের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবনকে চিঠিতে জানিয়েছিলেন, দেশের বহু হাসপাতালে এখনও প্লাজমা থেরাপি ব্যবহৃত হচ্ছে । যা অবৈজ্ঞানিক ও যুক্তিহীন ।
• আইএসিএমআরের প্রধান গবেষক বলরাম ভার্গব ও এইমসের পরিচালক রনদীপ গুলেরিয়া টাস্ক ফোর্সের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবনকে চিঠিতে জানিয়েছিলেন, দেশের বহু হাসপাতালে এখনও প্লাজমা থেরাপি ব্যবহৃত হচ্ছে । যা অবৈজ্ঞানিক ও যুক্তিহীন ।
advertisement
5/5
• তাঁরা বলেছিলেন, প্লাজমা থেরাপি ব্যবহারের ফলে রোগীর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে । স্টেরয়েডের ভুল ব্যবহারেওনষ্ট হয়ে যাচ্ছে রোগীর রোগ প্রতিরোধনক ক্ষমতা । ফলে সুস্থ রোগীরও মৃত্যু হচ্ছে । তাই অবিলম্বে এই থেরাপি ব্যবহার নিষিদ্ধ করা হোক ।
• তাঁরা বলেছিলেন, প্লাজমা থেরাপি ব্যবহারের ফলে রোগীর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে । স্টেরয়েডের ভুল ব্যবহারেওনষ্ট হয়ে যাচ্ছে রোগীর রোগ প্রতিরোধনক ক্ষমতা । ফলে সুস্থ রোগীরও মৃত্যু হচ্ছে । তাই অবিলম্বে এই থেরাপি ব্যবহার নিষিদ্ধ করা হোক ।
advertisement
advertisement
advertisement