করোনার অভিশাপ! তিরুপতির অন্দরে আক্রান্ত হয়েছেন অন্তত ৭৪৩ জন!

Last Updated:
আশার কথা, এখনও কোনও ভক্ত করোনায় আক্রান্ত হননি।
1/5
একজন দু'জন নয়, লকডাউন ওঠার পর তিরুমালা তিরুপতি মন্দিরে করোনা আক্রান্ত হয়েছেন  অন্তত ৭৪৩ জন। এর মধ্যে বেশ কয়েকজন পুরোহিতও রয়েছেন। খবরে প্রকাশ, তিনজনের মৃত্যু হয়েছে এযাবৎ।
একজন দু'জন নয়, লকডাউন ওঠার পর তিরুমালা তিরুপতি মন্দিরে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ৭৪৩ জন। এর মধ্যে বেশ কয়েকজন পুরোহিতও রয়েছেন। খবরে প্রকাশ, তিনজনের মৃত্যু হয়েছে এযাবৎ।
advertisement
2/5
মন্দির কর্তৃপক্ষ সূত্রেই, এই আক্রান্তদের মধ্যে ৪০২ জন ভাল হয়ে গিয়েছেন। এখনও আক্রান্ত ৩৩৮ জন চিকিৎসাধীন।
মন্দির কর্তৃপক্ষ সূত্রেই, এই আক্রান্তদের মধ্যে ৪০২ জন ভাল হয়ে গিয়েছেন। এখনও আক্রান্ত ৩৩৮ জন চিকিৎসাধীন।
advertisement
3/5
তবে আশার কথা এখনও কোনও ভক্ত করোনায় আক্রান্ত হননি।
তবে আশার কথা এখনও কোনও ভক্ত করোনায় আক্রান্ত হননি।
advertisement
4/5
 জুলাই মাসে তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরে জড়ো হয়েছেন ২.৩৮ লক্ষ ভক্ত। শুধু  নগদ হুন্ডি এসেছে ১৬ কোটি ৬৯ লক্ষ টাকার । এছাড়াও এসেছে ৩.৯৭ কোটি টাকার ই হুণ্ডি।
জুলাই মাসে তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরে জড়ো হয়েছেন ২.৩৮ লক্ষ ভক্ত। শুধু নগদ হুন্ডি এসেছে ১৬ কোটি ৬৯ লক্ষ টাকার । এছাড়াও এসেছে ৩.৯৭ কোটি টাকার ই হুণ্ডি।
advertisement
5/5
 প্রায় ৮০ দিন বন্ধ থাকার পর জুলাই মাসে তিরুপতির মন্দির খোলে। প্রথমে ৬০০০ দর্শনার্থী সুযোগ পাচ্ছিলেন দর্শনের। পরে ভক্তদের প্রবেশাধিকার বাড়ানো হয়।
প্রায় ৮০ দিন বন্ধ থাকার পর জুলাই মাসে তিরুপতির মন্দির খোলে। প্রথমে ৬০০০ দর্শনার্থী সুযোগ পাচ্ছিলেন দর্শনের। পরে ভক্তদের প্রবেশাধিকার বাড়ানো হয়।
advertisement
advertisement
advertisement