জলন্ধর থেকে দৃশ্যমান হিমালয়, স্রোত যমুনায়, করোনাই সাফ করে দিল উত্তর ভারতকে

Last Updated:
করোনা বদলে দিয়েছে উত্তর ভারতের মুখশ্রী। জলন্ধর থেকেই এখন দেখা যায় তুষারশুভ্র হিমালয়।কয়েক মাস আগেও যে জমুনার জলে বিষ ছিল, এখন সেখানে দিব্যি স্রোত। দেখুন ছবিটা নিজেই-
1/6
করোনার জেরে লকডাউন। আর তাতেই হুবহু বদলে গিয়েছে উত্তরভারতের ছবিটা। সরেছে দূষণের চাদর। এখন জলন্ধর থেকেই দেখা মিলছে হিমালয়ের। হুবহু বদলে গিয়েছে।
করোনার জেরে লকডাউন। আর তাতেই হুবহু বদলে গিয়েছে উত্তরভারতের ছবিটা। সরেছে দূষণের চাদর। এখন জলন্ধর থেকেই দেখা মিলছে হিমালয়ের। হুবহু বদলে গিয়েছে।
advertisement
2/6
দিল্লির রাজপথে ফিরে এসেছে পাখি।
দিল্লির রাজপথে ফিরে এসেছে পাখি।
advertisement
3/6
দিন কয়েক আগেও যমুনার ছবিটা ছিল এমন। কলকারখানার বিষাক্ত ফোমে ভরে গিয়েছিল নদীর। আটকে গিয়েছিল বহতা।
দিন কয়েক আগেও যমুনার ছবিটা ছিল এমন। কলকারখানার বিষাক্ত ফোমে ভরে গিয়েছিল নদীর। আটকে গিয়েছিল বহতা।
advertisement
4/6
এখন সেই নদীই বইছে কুলকুল করে।
এখন সেই নদীই বইছে কুলকুল করে।
advertisement
5/6
দিন কয়েক আগেও দূষণের আস্তরণে ঢেকে গিয়েছিল ইন্ডিয়াগেট। দিল্লির দূষণ চিন্তায় ফেলে দিয়েছিল পরিবেশবিদদের।
দিন কয়েক আগেও দূষণের আস্তরণে ঢেকে গিয়েছিল ইন্ডিয়াগেট। দিল্লির দূষণ চিন্তায় ফেলে দিয়েছিল পরিবেশবিদদের।
advertisement
6/6
এখন ইন্ডিয়া গেট এমনটাই ঝকঝকে। রাতারাতি বদলে গিয়েছে ছবিটা।
এখন ইন্ডিয়া গেট এমনটাই ঝকঝকে। রাতারাতি বদলে গিয়েছে ছবিটা।
advertisement
advertisement
advertisement