Coronavirus New Strain: হু হু করে কমাবে ওজন, নতুন স্ট্রেন আগের চেয়ে ৬ গুণ ভয়ঙ্কর

Last Updated:
ব্রাজিল ও ইংল্যান্ড থেকে আসা দুই পর্যটকের দেহে B.1.1.28.2 নামের এই নতুন স্ট্রেনটির হদিস পাওয়া গিয়েছে । তবে এখনও ভারতীয়দের মধ্যে এই স্ট্রেনের নমুনা পাওয়া যায়নি ।
1/4
• করোনার ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সবে একটু সামলে উঠেছে দেশ । এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন গবেষকরা । মনে করা হচ্ছে নতুন স্ট্রেনের কারণেই করোনার তৃতীয় ঢেউ খুব তাড়াতাড়ি দেশে আছড়ে পড়তে পারে । আর এই ওয়েভে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে শিশুরা । বিজ্ঞানীদের এই সতর্কবার্তা চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের কপালে ।
• করোনার ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সবে একটু সামলে উঠেছে দেশ । এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন গবেষকরা । মনে করা হচ্ছে নতুন স্ট্রেনের কারণেই করোনার তৃতীয় ঢেউ খুব তাড়াতাড়ি দেশে আছড়ে পড়তে পারে । আর এই ওয়েভে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে শিশুরা । বিজ্ঞানীদের এই সতর্কবার্তা চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের কপালে ।
advertisement
2/4
• পুণের জাতীয় ভাইরোলজি ইন্সটিটিউট (National Institute of Virology)-এর গবেষকরা সাম্প্রতিক গবেষণায় নতুন এই করোনা স্ট্রেনের হদিস পেয়েছেন । ব্রাজিল ও ইংল্যান্ড থেকে আসা দুই পর্যটকের দেহে B.1.1.28.2 নামের এই নতুন স্ট্রেনটির হদিস পাওয়া গিয়েছে । তবে এখনও ভারতীয়দের মধ্যে এই স্ট্রেনের নমুনা পাওয়া যায়নি ।
• পুণের জাতীয় ভাইরোলজি ইন্সটিটিউট (National Institute of Virology)-এর গবেষকরা সাম্প্রতিক গবেষণায় নতুন এই করোনা স্ট্রেনের হদিস পেয়েছেন । ব্রাজিল ও ইংল্যান্ড থেকে আসা দুই পর্যটকের দেহে B.1.1.28.2 নামের এই নতুন স্ট্রেনটির হদিস পাওয়া গিয়েছে । তবে এখনও ভারতীয়দের মধ্যে এই স্ট্রেনের নমুনা পাওয়া যায়নি ।
advertisement
3/4
• বিজ্ঞানীরা বলছেন, এই স্ট্রেন মারাত্মক শক্তিশালী । আগের স্ট্রেনের থেকেও জিনগত ভাবে অনেক উন্নতমানের । ফলে এই স্ট্রেনকে ধ্বংস করার জন্য অনেক শক্তিশালী অ্যান্টিবডির প্রয়োজন । এই স্ট্রেন আগের থেকে প্রায় ৬ গুণ বেশি সংক্রামক ক্ষমতা সম্পন্ন ।
• বিজ্ঞানীরা বলছেন, এই স্ট্রেন মারাত্মক শক্তিশালী । আগের স্ট্রেনের থেকেও জিনগত ভাবে অনেক উন্নতমানের । ফলে এই স্ট্রেনকে ধ্বংস করার জন্য অনেক শক্তিশালী অ্যান্টিবডির প্রয়োজন । এই স্ট্রেন আগের থেকে প্রায় ৬ গুণ বেশি সংক্রামক ক্ষমতা সম্পন্ন ।
advertisement
4/4
• যদিও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এর গবেষণা, তবুও বারবার এই নয়া স্ট্রেন নিয়ে সতর্ক করছেন গবেষকরা । ইঁদুরের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে, নয়া এই প্রজাতি অনেক দ্রুত ফুসফুসের উপর আঘাত হানতে সক্ষম । এতে নাকি ওজনও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
• যদিও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এর গবেষণা, তবুও বারবার এই নয়া স্ট্রেন নিয়ে সতর্ক করছেন গবেষকরা । ইঁদুরের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে, নয়া এই প্রজাতি অনেক দ্রুত ফুসফুসের উপর আঘাত হানতে সক্ষম । এতে নাকি ওজনও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
advertisement
advertisement
advertisement