চাকরিজীবীদের জন্য দুরন্ত খবর! বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বিনামূল্যে ৭ লক্ষ টাকার মেগা সুবিধা

Last Updated:
শ্রমমন্ত্রকের পক্ষ থেকে এই বড় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে
1/9
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের (Coronavirus Second Wave) ফলে সারা দেশে এসেছে অস্থিরতা ৷ ব্যবসা বাণিজ্য থেকে চাকরির বাজারে এসেছে নিদারুণ অস্থিরতা ৷ নানান সমস্যার মধ্যেই চাকরিজীবীদের কাছে জন্য বড়সড় খবর ৷ প্রতীকী ছবি ৷
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের (Coronavirus Second Wave) ফলে সারা দেশে এসেছে অস্থিরতা ৷ ব্যবসা বাণিজ্য থেকে চাকরির বাজারে এসেছে নিদারুণ অস্থিরতা ৷ নানান সমস্যার মধ্যেই চাকরিজীবীদের কাছে জন্য বড়সড় খবর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এম্পলয়ি ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্স স্কিম (Employees' Deposit Linked Insurance Scheme), 1976 (EDLI Scheme) এর অন্তর্গত বিমার টাকা ৬ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
এম্পলয়ি ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্স স্কিম (Employees' Deposit Linked Insurance Scheme), 1976 (EDLI Scheme) এর অন্তর্গত বিমার টাকা ৬ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
অর্থাৎ এবার সম্পূর্ণ বিনামূল্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন ৷ ইপিএফের মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ৭ লক্ষ টাকার জীবন বিমার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
অর্থাৎ এবার সম্পূর্ণ বিনামূল্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন ৷ ইপিএফের মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ৭ লক্ষ টাকার জীবন বিমার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
সেন্ট্রাল বোর্ড স্রস্টিজ (CBT) সেপ্টেম্বর ২০২০, EDLI যোজনায় বিমার টাকা সর্বাধিক ৭ লক্ষ টাকা নির্ণয় করা হয়েছে ৷ শ্রম এবং রোজগার মন্ত্রালয় ২৮ এপ্রিলের বিমার টাকা বৃদ্ধি করা হয়েছে ৭ লক্ষ টাকা করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
সেন্ট্রাল বোর্ড স্রস্টিজ (CBT) সেপ্টেম্বর ২০২০, EDLI যোজনায় বিমার টাকা সর্বাধিক ৭ লক্ষ টাকা নির্ণয় করা হয়েছে ৷ শ্রম এবং রোজগার মন্ত্রালয় ২৮ এপ্রিলের বিমার টাকা বৃদ্ধি করা হয়েছে ৭ লক্ষ টাকা করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
এই সুবিধা আহত হওয়া-অসুখ বা মৃত প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারের নমিনি বা পরিবারের লোকেরা পেয়ে থাকেন ৷ মৃত্যুর আগে ঠিক ১২ মাসের মধ্যে একাধিক প্রতিষ্ঠানে কাজ করেছেন ৷ EDLI-এর পক্ষ থেকে কোনও টাকা দিতে বাধ্য নয় ৷ প্রতীকী ছবি ৷
এই সুবিধা আহত হওয়া-অসুখ বা মৃত প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারের নমিনি বা পরিবারের লোকেরা পেয়ে থাকেন ৷ মৃত্যুর আগে ঠিক ১২ মাসের মধ্যে একাধিক প্রতিষ্ঠানে কাজ করেছেন ৷ EDLI-এর পক্ষ থেকে কোনও টাকা দিতে বাধ্য নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
এই প্রকল্পের অন্তর্গত কোনও কর্মীর যদি নমিনি না থাকে সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী নাবালক সন্তান বা আবিবাহিতা মেয়ে এই সুবিধা পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
এই প্রকল্পের অন্তর্গত কোনও কর্মীর যদি নমিনি না থাকে সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী নাবালক সন্তান বা আবিবাহিতা মেয়ে এই সুবিধা পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
EDLI-এর এই প্রকল্পে ক্লেমের গণনা হয়ে থাকে শেষ ১২ মাসের বেসিক স্যালারি বা বেতন+DA ভিত্তিতে হত ৷ কিন্তু সংশোধিত নিয়মের ফলে এটি বেসিক স্যালারি+DA ৩৫ গুণ, যা আগে ৩০ গুণ ছিল ৷ প্রতীকী ছবি ৷
EDLI-এর এই প্রকল্পে ক্লেমের গণনা হয়ে থাকে শেষ ১২ মাসের বেসিক স্যালারি বা বেতন+DA ভিত্তিতে হত ৷ কিন্তু সংশোধিত নিয়মের ফলে এটি বেসিক স্যালারি+DA ৩৫ গুণ, যা আগে ৩০ গুণ ছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
একই সঙ্গে এবার ১.৭৫ লক্ষ টাকার সর্বাধিক বোনাস থাকছে ৷ যা আগে ১.৫ লক্ষ টাকা ছিল ৷ এই বোনাস শেষ ১২ মাসের প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) ব্যালান্সের ৫০ শতাংশ হিসাবেও মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
একই সঙ্গে এবার ১.৭৫ লক্ষ টাকার সর্বাধিক বোনাস থাকছে ৷ যা আগে ১.৫ লক্ষ টাকা ছিল ৷ এই বোনাস শেষ ১২ মাসের প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) ব্যালান্সের ৫০ শতাংশ হিসাবেও মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
উদাহরণ স্বরূপ বলা যেতে পারে যে শেষ ১২ মাসে বেসিক স্যালারি+DA যদি ১৫,০০০ টাকার হয়ে থাকে সেক্ষেত্রে বিমার ক্লেম হয়ে থাকে (35X15,000)+1,75,000 = 7,00,000 টাকা, এটাই সর্বাধিক ক্লেম ৷ প্রতীকী ছবি ৷
উদাহরণ স্বরূপ বলা যেতে পারে যে শেষ ১২ মাসে বেসিক স্যালারি+DA যদি ১৫,০০০ টাকার হয়ে থাকে সেক্ষেত্রে বিমার ক্লেম হয়ে থাকে (35X15,000)+1,75,000 = 7,00,000 টাকা, এটাই সর্বাধিক ক্লেম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement