▪স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের আগেই মাল্টিপ্লেক্সগুলি নিজেদের মতো করে করোনা মোকাবিলায় নিজেদের তৈরি করতে শুরু করে দিয়েছে৷ সম্ভবত ১৫ থেকে ৫০ বছর বয়সীদের সিনেমা হলে ঢোকার অনুমতি মিলবে৷ তবে কীভাবে সোশ্যাল ডিস্ট্য়ান্সিং বা হাইজিন বজায় রাখা যাবে, তারই ব্যবস্থা করছে মাল্টিপ্লেক্সগুলি৷