COVID 19 3rd Wave|| আছড়ে পড়ল করোনার তৃতীয় ঢেউ! মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত পেরল ১০ হাজার!

Last Updated:
ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ (Coronavirus)। তবে কি যে তৃতীয় ঢেউ (COVID 19 3rd Wave) আছড়ে পড়ার আশঙ্কায় দিন গুনছিলেন বিশেষজ্ঞরা, তা আছড়ে পড়তে শুরু করল?
1/7
*ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ (Coronavirus)। তবে কি যে তৃতীয় ঢেউ (COVID 19 3rd Wave) আছড়ে পড়ার আশঙ্কায় দিন গুনছিলেন বিশেষজ্ঞরা, তা আছড়ে পড়তে শুরু করল? ফাইল ছবি। 
*ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ (Coronavirus)। তবে কি যে তৃতীয় ঢেউ (COVID 19 3rd Wave) আছড়ে পড়ার আশঙ্কায় দিন গুনছিলেন বিশেষজ্ঞরা, তা আছড়ে পড়তে শুরু করল? ফাইল ছবি। 
advertisement
2/7
*মহারাষ্ট্রে Maharashtra গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে দেড় শতাধিক। ফলে, নয়া ঝড়ের চোখ রাঙানির আশঙ্কায় কাঁটা দেশবাসী। ফাইল ছবি। 
*মহারাষ্ট্রে Maharashtra গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে দেড় শতাধিক। ফলে, নয়া ঝড়ের চোখ রাঙানির আশঙ্কায় কাঁটা দেশবাসী। ফাইল ছবি। 
advertisement
3/7
*মহারাষ্ট্রে সরকারের স্বাস্থ্য বিভাগের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের (Corona Positive New Cases) সংখ্যা ১০,০৬৬। মৃত্যু হয়েছে ১৬৩ জনের। সুস্থ হয়েছেন ১১,০৩২ জন। সব মিলিয়ে রাজ্যে মট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,২১,৮৫৯। ফাইল ছবি।     
*মহারাষ্ট্রে সরকারের স্বাস্থ্য বিভাগের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের (Corona Positive New Cases) সংখ্যা ১০,০৬৬। মৃত্যু হয়েছে ১৬৩ জনের। সুস্থ হয়েছেন ১১,০৩২ জন। সব মিলিয়ে রাজ্যে মট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,২১,৮৫৯। ফাইল ছবি।     
advertisement
4/7
*মহারাষ্ট্র প্রশাসন থেকে পেশ করা তথ্য থেকে স্পষ্ট প্রায় এক সপ্তাহ ধরেঈ আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছিল ৮,৪৭০ জোন, মাত্র ২৫৪ ঘণ্টায় প্রায় ২ হাজার মানুষ আক্রান্ত হন। এত দ্রুত গতিতে ফের সংক্রমণ চড়িয়ে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে।  ফাইল ছবি। 
*মহারাষ্ট্র প্রশাসন থেকে পেশ করা তথ্য থেকে স্পষ্ট প্রায় এক সপ্তাহ ধরেঈ আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছিল ৮,৪৭০ জোন, মাত্র ২৫৪ ঘণ্টায় প্রায় ২ হাজার মানুষ আক্রান্ত হন। এত দ্রুত গতিতে ফের সংক্রমণ চড়িয়ে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে।  ফাইল ছবি। 
advertisement
5/7
*শুধুমাত্র মুম্বইতেই ৫ জুনের পর বুধবার সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় বানিজ্যনগরীতে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। ২৩ জন মারা গিয়েছেন। ফাইল ছবি। 
*শুধুমাত্র মুম্বইতেই ৫ জুনের পর বুধবার সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় বানিজ্যনগরীতে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। ২৩ জন মারা গিয়েছেন। ফাইল ছবি। 
advertisement
6/7
*বুধবারের হিসেব মিলিয়ে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৭,২৩,৩২৪। মারণ ভাইরাসের কড়াল গ্রাসে প্রান গিয়েছে ১৫,৩৩৮ মানুষের। ফাইল ছবি। 
*বুধবারের হিসেব মিলিয়ে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৭,২৩,৩২৪। মারণ ভাইরাসের কড়াল গ্রাসে প্রান গিয়েছে ১৫,৩৩৮ মানুষের। ফাইল ছবি। 
advertisement
7/7
*PTI-র দাবি, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ টেস্ট বৃদ্ধি পাওয়া। গত ২৪ ঘণ্টায় মুম্বইতে ৩৭,৯০৫ জনের করোনা পরীক্ষা করা হয়। যা অন্যান্য দিএর থেকে প্রায় ৫০০০ বেশি।  অর্থাৎ, মাত্র ১ দিন আগে মুম্বইতে করোনা পরীক্ষা হয়েছিল ৩২,৩০৭ জনের। বুধবার পর্যন্ত ৬৯,১১,৫২৬ জএর করোনা পরীক্ষা হয়েছে মুম্বইতে। ফাইল ছবি।
*PTI-র দাবি, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ টেস্ট বৃদ্ধি পাওয়া। গত ২৪ ঘণ্টায় মুম্বইতে ৩৭,৯০৫ জনের করোনা পরীক্ষা করা হয়। যা অন্যান্য দিএর থেকে প্রায় ৫০০০ বেশি।  অর্থাৎ, মাত্র ১ দিন আগে মুম্বইতে করোনা পরীক্ষা হয়েছিল ৩২,৩০৭ জনের। বুধবার পর্যন্ত ৬৯,১১,৫২৬ জএর করোনা পরীক্ষা হয়েছে মুম্বইতে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement