নতুন করে করোনার থাবা, মুম্বই শহর জুড়ে আপাতত স্কুল-কলেজ বন্ধ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ফের করোনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন জায়গায় লকডাউন, রাতে কার্ফু জারি করেছে প্রশাসন৷
advertisement
advertisement
advertisement
•ফের করোনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন জায়গায় লকডাউন, রাতে কার্ফু জারি করেছে প্রশাসন৷ স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে৷ ৩১ মার্চের পর স্কুল খুলবে বলে ঘোষণা করা হয়েছে৷ নাগপুরে লকডাউনের পর পুনেতেও আংশিক লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে৷ পুনে শহরে নতুন করে ১৮৪৫জনের শরীরে মিলেছে করোনার জীবানু৷ সংক্রমণের নিরিখে তারপরই রয়েছে নাগপুর এবং মুম্বই৷
advertisement
•পুনেতে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকতে চলেছে স্কুল-কলেজও৷ কার্ফু জারি হতে চলেছে রাত ১১ থেকে সকাল ৬ পর্যন্ত৷ হোটেল, রেস্তোরাঁ এবং বারও রাত ১০-র মধ্যে বন্ধ করতে এবং তাতে ৫০ শতাংশ মানুষ ঢুকতে পারবেন৷ এমনই নির্দেশ দেওয়া হয়েছে৷ ১০ থেকে রাত ১১ পর্যন্ত হোম ডেলিভারির সুবিধা মিলবে৷ অন্যদিকে মল, বাজার ও সিনেমা হল রাত ১০-র মধ্যে বন্ধ করতে হবে৷