করোনা মোকাবিলায় রাজ্যে লকডাউন, সব অর্থেই এ এক নতুন অভিজ্ঞতা

Last Updated:
মানুষকে বাড়িতেই থাকার নির্দেশ ৷ জরুরি কারণ ছাড়া বাইরে বেরোতে নিষেধ ৷
1/6
আজ, সোমবার বিকেল ৫টা থেকে রাজ্যজুড়ে লকডাউন। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। লকডাউনে কি কি খোলা থাকবে? কি কি বন্ধ থাকবে? নির্দেশিকা জারি করল রাজ্য প্রশাসন।
আজ, সোমবার বিকেল ৫টা থেকে রাজ্যজুড়ে লকডাউন। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। লকডাউনে কি কি খোলা থাকবে? কি কি বন্ধ থাকবে? নির্দেশিকা জারি করল রাজ্য প্রশাসন।
advertisement
2/6
করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে লকডাউন। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত লকডাউন চলবে ৷
করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে লকডাউন। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত লকডাউন চলবে ৷
advertisement
3/6
গড়াবে না গাড়ির চাকা। লকডাউনে বন্ধ থাকবে বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব, অটো, টোটো ৷ বন্ধ সব সরকারি-বেসরকারি অফিস, দোকান, কারখানাও ৷ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ৷ বন্ধ গুদাম, ওয়ার্কশপও৷
গড়াবে না গাড়ির চাকা। লকডাউনে বন্ধ থাকবে বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব, অটো, টোটো ৷ বন্ধ সব সরকারি-বেসরকারি অফিস, দোকান, কারখানাও ৷ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ৷ বন্ধ গুদাম, ওয়ার্কশপও৷
advertisement
4/6
লকডাউনে বন্ধ সবরকম যাত্রীবাহী ট্রেন চলাচল ৷ বন্ধ লোকাল ট্রেন, মেট্রোও ৷ লকডাউনে রাজ্যবাসীকে বেশ কিছু নির্দেশিকা মানতে হবে।
লকডাউনে বন্ধ সবরকম যাত্রীবাহী ট্রেন চলাচল ৷ বন্ধ লোকাল ট্রেন, মেট্রোও ৷ লকডাউনে রাজ্যবাসীকে বেশ কিছু নির্দেশিকা মানতে হবে।
advertisement
5/6
লকআউটে ‘না’ ৷ মানুষকে বাড়িতেই থাকার নির্দেশ ৷ জরুরি কারণ ছাড়া বাইরে বেরোতে নিষেধ ৷ ৭ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ৷
লকআউটে ‘না’ ৷ মানুষকে বাড়িতেই থাকার নির্দেশ ৷ জরুরি কারণ ছাড়া বাইরে বেরোতে নিষেধ ৷ ৭ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ৷
advertisement
6/6
লকডাউন হলেও জরুরি ক্ষেত্র সহ একগুচ্ছ পরিষেবায় ছাড় থাকছে। লকডাউনে খোলা থাকছে, ওষুধ, পানীয় জল, দুধ সরবরাহ, মুদি ও রেশন দোকান, সবজি-ফল-মাছ-মাংসের বাজার, মুদি ও সবজির ক্ষেত্রে ই-কমার্স খোলা ৷ পাশাপাশি খোলা থাকছে ব্যাঙ্ক, এটিএম, পেট্রোল পাম্পও ৷ খোলা ওষুধের দোকান, হাসপাতাল, অ্যাম্বুল্যান্স পরিষেবা ৷ গ্যাস সরবরাহও চালু থাকবে ৷
লকডাউন হলেও জরুরি ক্ষেত্র সহ একগুচ্ছ পরিষেবায় ছাড় থাকছে। লকডাউনে খোলা থাকছে, ওষুধ, পানীয় জল, দুধ সরবরাহ, মুদি ও রেশন দোকান, সবজি-ফল-মাছ-মাংসের বাজার, মুদি ও সবজির ক্ষেত্রে ই-কমার্স খোলা ৷ পাশাপাশি খোলা থাকছে ব্যাঙ্ক, এটিএম, পেট্রোল পাম্পও ৷ খোলা ওষুধের দোকান, হাসপাতাল, অ্যাম্বুল্যান্স পরিষেবা ৷ গ্যাস সরবরাহও চালু থাকবে ৷
advertisement
advertisement
advertisement