করোনায় আক্রান্ত কিংবদন্তী ফুটবলার কেনি ডালগ্লিশ !

Last Updated:
প্রাক্তন স্কটিশ ফুটবলারের বয়স এখন ৬৯ বছর ৷
1/5
মারণ করোনা ভাইরাসের থাবায় ব্রিটেন এখন জর্জরিত ৷ সংক্রমণের তালিকায় বাদ যাননি সেদেশের প্রধানমন্ত্রী বরিস জনসনও ৷ এবার করোনায় আক্রান্ত হলেন কিংবদন্তী স্কটিশ ফুটবলার কেনি ডালগ্লিশ ৷ File Photo
মারণ করোনা ভাইরাসের থাবায় ব্রিটেন এখন জর্জরিত ৷ সংক্রমণের তালিকায় বাদ যাননি সেদেশের প্রধানমন্ত্রী বরিস জনসনও ৷ এবার করোনায় আক্রান্ত হলেন কিংবদন্তী স্কটিশ ফুটবলার কেনি ডালগ্লিশ ৷ File Photo
advertisement
2/5
লিভারপুলের এই প্রাক্তন তারকা এখন করোনায় আক্রান্ত ৷ ডালগ্লিশের পরিবারের পক্ষ থেকেই তাঁর সংক্রমণের খবর জানানো হয়েছে ৷  File Photo
লিভারপুলের এই প্রাক্তন তারকা এখন করোনায় আক্রান্ত ৷ ডালগ্লিশের পরিবারের পক্ষ থেকেই তাঁর সংক্রমণের খবর জানানো হয়েছে ৷ File Photo
advertisement
3/5
প্রাক্তন স্কটিশ ফুটবলারের বয়স এখন ৬৯ বছর ৷  File Photo
প্রাক্তন স্কটিশ ফুটবলারের বয়স এখন ৬৯ বছর ৷ File Photo
advertisement
4/5
ভয়ের ব্যাপার হল, তিনি করোনায় আক্রান্ত কী না, তা আগে বোঝা যায়নি ৷ শারীরিক অবস্থার অবনতি হলে ডালগ্লিশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই পরীক্ষায় তাঁর লালরসের নমুনার রিপোর্ট কোভিড-19 পজিটিভ আসে ৷  File Photo
ভয়ের ব্যাপার হল, তিনি করোনায় আক্রান্ত কী না, তা আগে বোঝা যায়নি ৷ শারীরিক অবস্থার অবনতি হলে ডালগ্লিশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই পরীক্ষায় তাঁর লালরসের নমুনার রিপোর্ট কোভিড-19 পজিটিভ আসে ৷ File Photo
advertisement
5/5
স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক-কে চার বার স্কটিশ লিগ চ্যাম্পিয়ন করে ড্যালগ্লিশ ১৯৭৭-এ লিভারপুলে সই করেন। লিভারপুলের আটবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সাক্ষী ডালগ্লিশ ৫১৫ ম্যাচে ১৭২টি গোল করেছেন ৷  File Photo
স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক-কে চার বার স্কটিশ লিগ চ্যাম্পিয়ন করে ড্যালগ্লিশ ১৯৭৭-এ লিভারপুলে সই করেন। লিভারপুলের আটবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সাক্ষী ডালগ্লিশ ৫১৫ ম্যাচে ১৭২টি গোল করেছেন ৷ File Photo
advertisement
advertisement
advertisement